ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জীবনে বড় অভিজ্ঞতার মুখোমুখি তাপসী পান্নু

জীবনে বড় অভিজ্ঞতার মুখোমুখি তাপসী পান্নু

শাহরুখ খান, তাপসী পান্নু ও সালমান খান। কোলাজ: সমকাল)

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১৬:২৭ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৫

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করেছিলেন তাপসী পান্নু। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাহরুখ খান, ভিকি কৌশল, বোম্মান ইরানি, দিয়া মির্জাসহ আরও অনেকে অভিনয় করেছিলেন। এই সিনেমা করতে গিয়ে জীবনের বড় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাপসী পান্নু।

তাপসী বলেন, সবাই বড় তারকার সঙ্গে সহজে স্ক্রিন শেয়ার করতে চান না। এর অন্যতম কারণ হল- শাহরুখ খান বা সালমান খানের মতো অভিনেতারা যখন অভিনয় করেন তখন বাকিদের প্রাধান্য কিছুটা হলেও কমে যায়। তবে আমি মনে করি, মাঝে মাঝে ব্যাক সিটে বসাও ভালো। অর্থাৎ ভালো কিছু করার পর কিছু না করাও ভালো।

তাপসী আরও বলেন, ‘ডাঙ্কি সিনেমাটির মুক্তির সময় আমি ভীষণ স্বাচ্ছন্দে ছিলাম। যেখানে রাজকুমার হিরানি, শাহরুখ খান, ভিকি কৌশলের মতো তারকরা রয়েছেন, সেখানে তারাই যে সামনের দিকে থাকবেন তা বলাই বাহুল্য। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি নিশ্চিন্তে ছিলাম।’

তাপসীকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে ‘ফির আই হাসিনা দিলরুবা’ সিনেমায়। এই সিনেমাটি ২০২১ সালের সিনেমা ‘হাসিন দিলরুবা ’ এর সিক্যুয়েল। বিক্রান্ত মেসি এবং সানি কৌশল অভিনীত এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তাপসী। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন

×