সাধারণ জীবনের বার্তা অপুর, মিশা বললেন মানুষ চেনা অসম্ভব

অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও মিশা সওদাগর। কোলাজ: সমকাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৬:২৪ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩০
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
চলচ্চিত্রের খল চরিত্রের অভিনেতা মিশা সওদাগর এ স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, একটি মানুষের আরেকটি মানুষের সাথে যেমন কোনো মিল নেই। তেমনি একটি মানুষের পক্ষে অন্য মানুষকে চেনা কখনো সম্ভব না। স্রষ্টা প্রত্যেকেরই আলাদা আলাদা সফটওয়্যার করে দিয়েছে। কাজেই মানুষকে চিনতে পারাটা সম্ভব না।
চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, আপনার অস্তিত্বকে জটিল করা থেকে বিরত থাকুন। আপনার চারপাশ পর্যবেক্ষণ করুন। কারণ একটি সাধারণ জীবন সবচেয়ে বড় আনন্দ নিয়ে আসে।
স্বামীর সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিদ্যা সিনহা মিম। সেখান থেকে নিয়মিত ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন তিনি।
স্বামী-সন্তান নিয়ে ছুটি কাটাতে পাপুয়া নিউগিনিতে গিয়েছিলেন সংগীতশিল্পী সালমা। আজ দেশে ফেরার কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশে ফিরলাম।’
আজ নির্মাতা চয়নিকা চৌধুরী বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে বিয়ের দিন ও বর্তমানের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, আজকের দিনে আমার বিয়ে দিয়েছিলেন আমার মা বাবা। আজ আবারও বলতে চাই, এই অরুণ চৌধুরী মানুষটার কাছে আমি কৃতজ্ঞ। জীবনে ভালো কাজ করতে সাফল্যের চূড়ায় যেতে হলে ছেলে বা মেয়ে যেই হোক পরিবারের সাপোর্ট প্রয়োজন। আমি অনেক ভাগ্যবান সেই মানসিক সাপোর্ট পেয়েছি।
বিজয়ের মাসে বিজয়ের সাজে ছবি পোস্ট করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। পরে একটি পোস্টে তিনি কবিতা আকারে লিখেছেন, ‘মোরা একি বৃন্তে দুটি কুসুম
হিন্দু - মুসলমান। মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ! জাতীয় কবি নজরুল ইসলাম।
- বিষয় :
- অপু বিশ্বাস
- বিদ্যা সিনহা মিম
- মিশা সওদাগর