ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছেলের দ্বিতীয় বিয়ের পর যা বললেন নাগার্জুন

ছেলের দ্বিতীয় বিয়ের পর যা বললেন নাগার্জুন

নাগা চৈতন্য, নাগার্জুন ও শোভিতা ধুলিপালা। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৯:১৭ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৬

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর প্রেম-বিয়ে আজ অতীত। বিয়ের চার বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদ। এরপর ২০২২ সালে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা প্রেমে পড়েন। বিশেষ সম্পর্ককে সব সময় আড়ালেই রেখেছিলেন এই জুটি। তবে হঠাতই বিয়ের সিদ্ধান্ত। অবশেষে বুধবার রাতে তাই হল।

ছেলে নাগা চৈতন্যর সঙ্গে শোভিতা ধুলিপালার বিয়ে ঘিরে স্বাভাবিকভাবেই আবেগ ভাসছিলেন দক্ষিণী তারকা নাগার্জুন। ছবি প্রকাশ করে নিজেই পরিচয় করান ছেলের বৌকে।

আবেগভরা এক পোস্টে তিনি বলেন, ‘শোভি-চৈতন্যকে সুন্দর অধ্যায় শুরু করতে দেখা আমার জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় “চায়”-কে শুভেচ্ছা, আর প্রিয় শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাই, আপনি আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছেন।’

বিয়ের অনুষ্ঠানে ছিলেন দক্ষিণী সিনেমার অনেক নামী তারকা। তালিকায় ছিলেন চিরঞ্জীবী, আল্লু অর্জুন, নয়নতারা, দুগ্গাবতী পরিবার, এনটিআর, রামচরণ-উপাসনা কোনিডেলা, মহেশ বাবু-নম্রতা শিরোদকার। পারিবারিক ঐতিহ্য মেনে বিয়ের পর আশীর্বাদ নিতে নবদম্পতি যাবেন তিরুপতি মন্দির অথবা শ্রীশৈলম মন্দিরে।

আরও পড়ুন

×