সাবেক প্রেমিক জিৎকে নিয়ে দেওয়া পোস্ট সরালেন স্বস্তিকা

জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:৫০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২০:৫৭
৩০ নভেম্বর ছিল পশ্চিমবঙ্গের তারকা জিতের জন্মদিন। এদিন রাত ১২টার পর সাবেক প্রেমিক জিৎকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে কিছু কথা লেখেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
পোস্টে তিনি লেখেন, ‘জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’
সেই পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না, সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম।’
যদিও পরে নিজের সেই পোস্ট সরিয়ে ফেলেন স্বস্তিকা। তাই বলে অভিনেত্রীর মনের কথা প্রকাশ্যে আসা থেকে আটকানো যায়নি।
মস্তান ছবিতে জিতের বিপরীতে প্রথম কাজ স্বস্তিকার। তখন সদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ। প্রথমে বন্ধুত্ব এরপরে ভালোবাসা। যদিও সেই সম্পর্ক থেকে সংসার বাধা হয়নি। যা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। দুজনেও কখনো নিজেদের সংসার না করতে পারা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি।
এরপর একাধিক পুরুষের সঙ্গে নাম জড়ায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের। খবর হিন্দুস্তান টাইমস।
- বিষয় :
- জিৎ
- স্বস্তিকা মুখোপাধ্যায়