এবার দ্বৈত চরিত্রে মৌ

‘সোনার সিন্দুক’ নাটকের একটি দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৯:১৩
দেশের নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। অভিনয়ে তাকে খুব বেশি দেখা যায় না। বছরে বিশেষ দুই-একটি নাটকে অভিনয় করেন। এবার তাকে দেখা যাবে বিটিভির হীরক জয়ন্তীর (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) বিশেষ নাটকে। তাও আবার একসঙ্গে দ্বৈত চরিত্রে।
আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে ‘সোনার সিন্দুক’ নামের বিশেষ এই নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। প্রচার হবে ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে।
সাদিয়া ইসলাম মৌ ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ আরো অনেকে।
নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই জমিদার বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের চরিত্রবান, শিক্ষিত সন্তানরা।
রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছে। সে এই জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে সিন্দুক খুলে টাকা-পয়সা ও সোনা যাই রাখে তাই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হবহু উপমার মতো দু’জনকে দেখতে পেয়ে চমকে যায় সোহেল!
- বিষয় :
- সাদিয়া ইসলাম মৌ
- বিটিভি
- বিটিভি নাটক