গানে গানে জাগিয়ে দেওয়া হবে তারুণ্যের উচ্ছ্বাস: জেমস

জেমস
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ | ১১:১৫
উপমহাদেশের নন্দিত কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানকে শো স্টপার করে সোমবার আয়োজন করা হয়েছিল ‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট ২০২৫’। রাজধানী ঢাকার পর আজ সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টের দ্বিতীয় পর্ব। যেখানে শো স্টপার হিসেবে পারফর্ম করবে দেশের শীর্ষ ব্যান্ড তারকা জেমস। ব্যান্ড নগর বাউল নিয়ে আজ মঞ্চ মাতাবেন তিনি।
‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট ২০২৫’ কনসার্ট নিয়ে জেমসের ভাষ্য, তারুণ্যের উৎসব বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রত্যয় নিয়ে বিসিবির এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। তাই আজ গানে গানে জাগিয়ে দেওয়া হবে তারুণ্যের উচ্ছ্বাস।
দেশের শীর্ষ এই রকস্টারের পাশাপাশি আরও থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও তাঁর ব্যান্ড দ্য এ টিম এবং এ সময়ের আলোচিত তিন শিল্পী তোসিবা বেগম, মুজা ও সঞ্জয়ের পরিবেশনা। দেশের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের আসন্ন আসরকে বর্ণাঢ্য করে তুলতে এ কনসার্টের আয়োজন করেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
আয়োজকরা জানান, বিপিএলের এবারের আসর আরও জমকালো করে তোলা চেষ্টায় বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তারা। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে আয়োজিত আজকের এই সংগীত উৎসব তারই একটি অংশ। সোমবার রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট ২০২৫’-এর প্রথম পর্বের আয়োজন করা হয়েছিল। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এর দ্বিতীয় পর্ব। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে কনসার্টের তৃতীয় পর্ব। বিপিএলের এই সংগীত উৎসবের প্রথম পর্বে দারুণ সাড়া পাওয়া গেছে ক্রিকেট ও সংগীত ভক্তদের কাছ থেকে। আজ সিলেটেও তার ব্যতিক্রম হবে না বলেও আশা প্রকাশ করছেন তারা।
বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলেএর আগমনী বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিতে এই বর্ণাঢ্য সংগীত উৎসবের আয়োজন। মধুমতি ব্যাংকের সৌজন্যে বর্ণাঢ্য তিনটি কনসার্টের মধ্য দিয়ে বিপিএলের এবারের আসরকে আরও প্রাণবন্ত করে তুলতে বিসিবি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
আয়োজকরা আরও জানান, সিলেটের জেলা স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৫টায় কনসার্ট শুরু হবে। চলবে রাত পর্যন্ত। তার আগে দর্শকের জন্য দুপুর আড়াইটায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। ৫টায় বন্ধ হয়ে যাবে গেট। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে এই আয়োজন উপভোগ করতে পারবেন।
শিল্পী আসিফ আকবর বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমার যোগসূত্র গড়ে কৈশোরে। তাই সংগীতের মতো ক্রিকেটও আমার জীবনে নানাভাবে প্রভাবিত করেছে। এই দুটি বিষয় এক করেই আমার পথচলা। তাই বিপিএল কনসার্টে পারফর্ম করতে পারা অন্যরকম ভালো লাগার। আমার বিশ্বাস, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে বিসিবির এই আয়োজন সফল হবে। একই সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বর্ণাঢ্য এই আয়োজন ও বিপিএলের এবারের আসর।’
তরুণ শিল্পী তোসিবার বলেন, ‘সিলেট আমার নিজের শহর। সেই শহরে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে এক মঞ্চে গাইব, ভাবতেই অন্যরকম এক ভালো লাগায় মনটা ছেয়ে যাচ্ছে। তাই চেষ্টা থাকবে শ্রোতাদের প্রিয় গানগুলো শুনিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার।’
- বিষয় :
- রাহাত ফতেহ আলী খান
- বিপিএল
- জেমস