ক্যান্সারের চিকিৎসার মাঝেই অভিনয়ে ফিরছেন হিনা খান

ভারতীয় অভিনেত্রী হিনা খান। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১১:২১
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়ছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। তাঁর এই লড়াই এখন বহু মানুষের জন্য যে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে তা বলাই যায়। কেননা এই মরণব্যাধি কোনো ভাবেই দমিয়ে রাখতে পারেনি তাকে।
কেমোর যন্ত্রণার মাঝেও কাজ করে গেছেন তিনি। কখনও মার্জার সরণীতে হেঁটেছেন, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে। আর এ বার পাকাপাকি ভাবে কাজে ফিরছেন হিনা।
ছোট পর্দা থেকে পরিচিতি হিনার এবার প্রত্যাবর্তন ঘটছে ওটিটি প্লাটফর্মে। ‘গৃহলক্ষ্মী’ নামে আসন্ন এক ওয়েব সিরিজ়ে কাজ করছেন হিনা। এই সিরিজ়ে রয়েছে টিকে থাকার লড়াইয়ের কথা। হিনা ছাড়াও এতে অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।
গত কয়েক মাস আগে ভারতীয় এই অভিনেত্রী জানান, তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। এর পর থেকে নিজের চিকিৎসা, শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে নিয়মিতই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি। সূত্র-আনন্দবাজার
- বিষয় :
- হিনা খান
- ক্যান্সার
- অভিনয়
- ওয়েব সিরিজ