ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিচ্ছেদ নিয়ে প্রশ্নে কৌশলে যে উত্তর দিলেন ঐশ্বরিয়া

বিচ্ছেদ নিয়ে প্রশ্নে কৌশলে যে উত্তর দিলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন, ছবি: টাইমস অব ইন্ডিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ১৬:৩৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ | ২২:৩৭

মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী বিশ্বের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে এক অনন্য নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডে নিজের দক্ষতা ও সৌন্দর্যের সমন্বয়ে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতীয় চলচ্চিত্রের গৌরব বৃদ্ধি করেছেন। তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতার পাশাপাশি, তিনি তীক্ষ্ণ বুদ্ধি ও মজাদার মন্তব্যের জন্যও খ্যাত। 

সম্প্রতি মার্কিন টিভি শো হোস্ট অপরাহ উইনফ্রের জনপ্রিয় চ্যাট শোতে উপস্থিত হয়ে ভারতীয় সংস্কৃতি এবং আমেরিকান সমাজ নিয়ে আকর্ষণীয় ও মজাদার মন্তব্য করেছেন ঐশ্বরিয়া। যা দর্শকদের মাঝে হাস্যরস তৈরি করেছে। 

২০০৫ সালে ঐশ্বরিয়া যখন অপরাহ উইনফ্রের চ্যাট শোতে উপস্থিত হয়েছিলেন, তখন বেশ কিছু বিষয়ে আলোচনা করেছিলেন তারা। সে সময় ঐশ্বরিয়া ভারতের সংস্কৃতি সম্পর্কে কিছু ভুল ধারণা খণ্ডন করেন। অপরাহ তখন ভারতে প্রকাশ্যে চুম্বন ও পাতানো বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন। ঐশ্বরিয়া ব্যাখ্যা করে বলেন, ভারতীয়রা খুবই অতিথিপরায়ণ। এসময় শোতে উপস্থিত দর্শকরা তার চিন্তা ও কড়া জবাব শুনে মুগ্ধ হন।

তবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে যখন অপরাহ তাকে আমেরিকান সমাজের বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গেই তিনি একটি কটাক্ষপূর্ণ মন্তব্য করে বসেন যা দর্শকদের মধ্যে হাসির রোল সৃষ্টি করে।

কথোপকথনের এক পর্যায়ে, অপরাহ যখন প্রশ্ন করেন, ‘আপনি সংস্কৃতির প্রতিনিধি। ভারত সাধারণভাবে আমেরিকান নারীদের সম্পর্কে কী ধারণা পোষণ করে? তারা কী মনে করে যে, আমেরিকানরা রূঢ়।’

ঐশ্বরিয়া সোজাসুজি উত্তর দেন, ‘ভারতীয় মানুষরা খুবই অতিথিপরায়ণ।’ এরপর অপরাহ আবার প্রশ্ন করেন, ‘তারা কি মনে করে আমরা অনেক কথা বলি?’ ঐশ্বরিয়া জানান, ‘হয়তো।’ 

আর শেষের প্রশ্ন ছিল, ‘তারা কি বলে, আমাদের অনেক বিবাহবিচ্ছেদ হয়?’ ঐশ্বরিয়া সোজা উত্তর দেন, ‘উহ... এটা একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×