ঈদের সিনেমা ‘জংলি’ আনকাট ছাড়পত্র পেলো

সিয়াম আহমেদ ও বুবলী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ১৯:৪৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ | ১৯:৪৮
নির্মাতা এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ২৪ মার্চ ইউ গ্রেডে (ইউনিভার্সাল গ্রেড) মুক্তির অনুমতি পেয়েছে সিয়াম আহমেদ, বুবলী ও দিঘী জুটির সিনেমাটি।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার অভি সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের সিনেমা হিসেবে এই ছবিটিই প্রথম আনকাট সেন্সর ছাড়পত্র পেল। ফলে সব বয়সীরাই দেখতে পারবেন সিনেমাটি।’
সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক অভি বলেন, “ঈদের সিনেমা হিসেবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘জংলি’। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। এই ছবিতে সিয়াম আহমেদ যে পরিশ্রম করেছেন তা দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন তারা। আমার বিশ্বাস সিনেমা হলে জংলি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে “
সিয়াম আহমেদ, বুবলী ও দিঘী ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।
- বিষয় :
- সিয়াম আহমেদ
- বুবলী