ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘মুসলিম-হিন্দু নয়, দুজনেই দুজনকে মানুষ হিসেবে চিনি’

‘মুসলিম-হিন্দু নয়, দুজনেই দুজনকে মানুষ হিসেবে চিনি’

কণ্ঠশিল্পী ধ্রুব গুহ ও আসিফ আকবর। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ১৫:৫৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ | ১৫:৫৬

সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান গত বছরের ১৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মারা যান। একবছর পর তার বাড়িতে গিয়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সঙ্গে ছিলেন আরেক কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। সেখান থেকে ফিরে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুব গুহকে নিয়ে একটি পোস্ট আসিফ।

আসিফ আকবর লিখেছেন, ‘প্রয়াত পাগল হাসানের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য ছাতকের উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের ফ্লাইটটি সিলেটের উদ্দেশ্যে টেক অফ করার সময় আমি দোয়া পড়ছিলাম চোখ বন্ধ করে। চোখ খুলতেই দেখলাম ধ্রুব’দা আঙ্গুলের কড় গুনে গুনে কোন মন্ত্র পাঠ করছেন চোখ বন্ধ করেই।’

আসিফ আরও লিখেছেন, ‘আমি মুসলিম পরিবারে জন্মেছি, ধ্রুব গুহ দাদা জন্মেছেন হিন্দু পরিবারে। অথচ আমরা দুজনেই দুজনকে মানুষ হিসেবেই চিনি, জানি, মিশি, চলি, চলবো। এই বাংলাদেশের প্রতিটি জনপদে শত শত বছর ধরে এই মনুষ্যত্ব-বোধ কায়েম ছিল, আছে, থাকবে।’

সবশেষে তিনি লিখেছেন, ‘মাঝখানে ঝামেলা ফ‍্যাসাদ সৃষ্টিকারীরাও যুগে যুগে ছিল। সেটা এখনো আছে, থাকবে- সিদ্ধান্ত মনুষ্যত্ববোধের। ধ্রুব’দা আর আমি এখানে একটা উদাহরণ মাত্র, সবাই মানুষ পরিচয়ে পরপারের জবাবদিহিতায় বিশ্বাস করি বলেই ধর্ম আমাদের আশ্রয় এবং শক্তি। এই বিশ্বাসেই অটুট থাকুক আমাদের মনুষ্যত্ববোধ।’

আরও পড়ুন

×