ভারত-পাকিস্তান অস্ত্রবিরতি নিয়ে পোস্ট কেন মুছে ফেলেন সালমান

সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫ | ১৭:৫৮ | আপডেট: ১১ মে ২০২৫ | ১৮:৫১
এক সপ্তাহ ধরে ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। দুই দেশের সংঘাত নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন বলিউডসহ ভারতের অনেক তারকা। শনিবার অস্ত্রবিরতি ঘোষণা করে উভয় দেশ। তাৎক্ষণিক ও সম্পূর্ণ পরিসরে এই অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। এই সংবাদে আনন্দ ও স্বস্তির দেখা মিলেছে ভারতীয় শোবিজ অঙ্গনেও।
তবে এ নিয়ে পোস্ট করে তোপের মুখে পড়েন বলিউড ভাইজান সালমান খান। পরে সেই পোস্ট মুছে ফেলেন তিনি। পোস্টে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন এই অভিনেতা।
এক্স হ্যান্ডলে তার সেই পোস্ট বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। পাশাপাশি আসতে শুরু করে কটাক্ষ। নেটিজেনরা প্রশ্ন করে বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেন, 'মাত্র আপনার ঘুম ভাঙল!' আবার কেউ লিখেন, 'সুযোগের সদ্ব্যবহার সালমানের কাছ থেকেই শেখা উচিত।' একের পর এক এমন কটাক্ষে বিরক্ত হন ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে পোস্টটি মুছে ফেলেন তিনি।
এর আগে 'অপারেশন সিঁদুর' নিয়ে ভারতীয় অনেক তারকা মন্তব্য করলেও চুপ ছিলেন সালমান খান। এ প্রসঙ্গে সালমান খান এখনো কিছু বলেননি। সূত্র: হিন্দুস্থান টাইমস
- বিষয় :
- সালমান খান
- বলিউড