ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিডনির রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর

সিডনির রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর

অভিনেত্রী শাবনূর। ছবি ফাইল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ২০:২০ | আপডেট: ১৩ মে ২০২৫ | ২০:৫৬

সিডনির রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শাবনূর। গত শনিবার সকালে সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় দুর্ঘটনার শিকার হন তিনি। শাবনূরের বোন ঝুমুর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওইদিন মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন শাবনূর। অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে তাঁর পা মচকে গেছে। পায়ে প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। চিকিৎসক তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

শাবনূর জানান, ল্যাকেম্বায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে আর বাসায় ফেরেননি। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে রাস্তায় পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

সংবাদমাধ্যমকে শাবনূর বলেন, ‘মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে ফুটপাত থেকে পড়ে গিয়ে পা মচকে যায়। পরে জানতে পারি, টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ক্রাচ নিয়ে হাঁটাচলা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

অভিনেত্রী শাবনুর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে বাস করছেন। মাঝে মধ্যে দেশে আসেন। বেশ বিরতির পর গত বছরের এপ্রিলে অভিনয় করেন ‘রঙ্গনা’ সিনেমায়। তবে একপর্যায়ে বন্ধ হয়ে যায় সিনেমাটির কাজ।  

আরও পড়ুন

×