টম ক্রুজের হাতঘড়িতে নজর

কান চলচ্চিত্র উৎসরেব মঞ্চে টম ক্রুজ।
অনিন্দ্য মামুন, কান (ফ্রান্স) থেকে
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ২০:২৩ | আপডেট: ১৪ মে ২০২৫ | ২১:২৯
‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির ফটোকলে অংশ নিয়ে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতালেন ৬২ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ। ছবিটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হলেও মার্কিন এই তারকা অভিনেতার আগমন ছিল আলাদা আকর্ষণ। বুধবার এই ফটোকলে উপলক্ষে টমক্রুজ পরেন বেগুনি রঙের স্টাইলিশ পোশাক—প্যান্ট ও পলো-পুলওভারের সমন্বয়। এতে আরও তরুণ দেখায় তাকে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে রোলেক্স ব্রান্ডের তার ঘড়ি।
টমক্রুজের এই ঘড়ি ৪০ মিমি, ‘প্রেসিডেন্ট’ ব্রেসলেট যুক্ত। এর য়াল সাদা মুক্তা দিয়ে তৈরি। কানের মঞ্চে টমক্রুজের এই স্টাইল ও রুচির ব্যাপক প্রশংসা করেন দর্শকরা।
গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আসর চলবে ২৪ মে পর্যন্ত। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন।
এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।
- বিষয় :
- কান চলচ্চিত্র উৎসব
- টমেটো