ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খুন-রহস্যে ঘেরা বাঁধন-পূজার ‘এশা মার্ডার’ আসছে ঈদে

খুন-রহস্যে ঘেরা বাঁধন-পূজার ‘এশা মার্ডার’ আসছে ঈদে

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার পোস্টার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ২০:০২ | আপডেট: ১৫ মে ২০২৫ | ২০:০৫

২০০৯ সালে ঢাকার আজীমপুরে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘এশা মার্ডার: কর্মফল’। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করে জানানো হয়, আগামী ঈদ-উল-আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

খুন রহস্যে ঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত সিনেমায় একজন পুলিশের তদন্ত অফিসার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

সিনেমার অন্যতম প্রযোজক ও লিডস এন্টারটেইনমেন্টের কর্ণধার ফারুক রায়হান বলেন, “এবার ঈদের অসংখ্য সিনেমার ভিড়ে ভিন্ন ধাচের বিরল ঘটনাপূঞ্জী এবং চিত্রনাট্যের মজবুতির জন্য ‘এশা মার্ডার’ অনবদ্য একটি বাণিজ্যিক সিনেমা হিসেবে বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। গল্পের বুনন এবং নির্মাণ শৈলীর জন্য দর্শক সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত সাগ্রহে আটকে ধাকবে এটা আমার শুধু বিশ্বাসই নয়, প্রতিশ্রুতিও বটে।”

সিনেমাটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘দেশের দর্শকরে মাঝে ক্রমাগতভাবে খুন রহস্য ও সাসপেন্স থ্রিলারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং এ সংখ্যাটি অন্য যেকোন ক্যাটাগরির সিনেমা থেকে কোন অংশে কম নয়। এ বিষয়টি মাথায় রেখেই আমরা সিনেমাটি নির্মাণের প্রয়াস পেয়েছি। আমার বিশ্বাস ‘এশা মার্ডার’ সফল হলে দেশে এই ধাঁচের অগণিত সিনেমা নির্মিত হবে।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নারী চরিত্রের এরকম অনবদ্য উপস্থাপনের পরিকল্পনায় মুগ্ধ হয়ে আমি সিনেমাটির সঙ্গে যুক্ত হই। আমার ধারণা এবার ঈদে অসংখ্য সিনেমার ভিড়ে ‘এশা মার্ডার’ ভিন্নতা পাবে সানী ভাইয়ের গল্প বলার ধরণ এবং উপস্থাপন কৌশলের জন্য।’

সিনেমার নাম (এশা) ভূমিকায় অভিনয় করা পূজা এগনেস ক্রুজ বলেন, “এ রকম বাণিজ্যিক সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে (এশা ) অডিশনে টিকার পরপরই আমি পরিপূর্ণ ‘এশা’ হয়ে উঠার জন্য পরিচালক সানী সানোয়ার ভাইয়ে পরামর্শে প্রায় ৬মাস ব্যাপী নানা ধরণের প্রশিক্ষণ গ্রহণ করি। আমি ছাড়াও এই সিনেমার অনেক শিল্পীকে প্রযোজনা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ প্রদান করে। এরকম সুসংগঠিত আয়োজন এবং কাহিনীর শৈল্পিক জার্নি সিনেমাটিকে বিশেষ উচ্চাতায় নিয়ে গেছে বলে আমার বিশ্বাস।”

আরও অভিনয় করেছেন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্তকে।

কপ ক্রিয়েশনের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে বিঞ্জ এবং লিডস এন্টারটেইনমেন্ট।

আরও পড়ুন

×