ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

'ইনসাফ'-এ শরিফুল রাজের অ্যাকশন

'ইনসাফ'-এ  শরিফুল রাজের অ্যাকশন

ইনসাফ সিনেমার দৃশ্যে শরীফুল রাজ। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫ | ২০:৫৭ | আপডেট: ২৭ মে ২০২৫ | ২২:৪৭

কোরবানির ঈদে আসছে ‘ইনসাফ’। মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ, শরিফুল রাজের নতুন লুক দেখবেন সিনেমাপ্রেমীরা। ছবিটির নির্মাতা সঞ্জয় সমদ্দার। অনলাইনে রোববার এসেছে ‘ইনসাফ’ সিনেমার 'ওয়ার্নিং'।  

ওয়ার্নিংয়ের শুরুতে দেখা যায়, ক্ষতবিক্ষত একটি মরদেহ জলাধারের পাশে পড়ে আছে।  এরপর শুরু হয় অ্যাকশন দৃশ্য। একটু পরে সামনে আসেন সিনেমার অভিনেতা শরিফুল রাজ। এই ওয়ার্নিং এক মিনিট বাইশ সেকেন্ডের। এতে আরও দেখা যায়, পুরো দল নিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছেন ইউসুফ। তার ভয়ে আতঙ্কিত গোটা অঞ্চল। এরপরই শরিফুলকে বলতে শোনা যায়, 'বাংলাদেশে জন্মগ্রহণ করে ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই- এমন একটা মানুষ দেখান তো!' 

‘ইনসাফ’-এর ওয়ার্নিংয়ে পুলিশের চরিত্রে দেখা গেছে  ফারিণকে। আছেন মিশা সওদাগর ও অভিনেতা ফজলুর রহমান বাবু। হালকা সাদা-পাকা চুল-দাড়িতে এক ঝলক দেখা গেছে অভিনেতা মোশাররফ করিমকে। তিনিও অ্যাকশন চরিত্রে নজর কাড়েন।  

আরও পড়ুন

×