এফডিসিতে জয়ের গান, মডেল ডন ও প্রিয়া

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১৯:১৯ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১৯:১৯
ঈদ উপলক্ষে সম্প্রতি এফডিসিতে নির্মিত হয়েছে কণ্ঠশিল্পী জয়ের গাওয়া ‘ধোকা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর করেছেন প্লাবন কুরাইশী।
সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। গানটির ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি এবং বাংলা সিনেমার খলনায়ক ডন। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন প্রিন্স খান ও তার দল। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কণ্ঠশিল্পী জয় বলেন, ‘প্রতিটি শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী থাকে। আমি ব্যতিক্রম নই। দীর্ঘদিন পর ‘ধোকা’ গানটি নিয়ে শ্রোতাদের সামনে এলাম। যখন স্টুডিওতে গানটি রেকর্ড করছিলাম, তখনই অনেকেই প্রশংসা করেছেন। আশা করছি গানটি শ্রোতা-দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”
মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, “গ্ল্যামারাস লুকে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। এই গানটির মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছি। পুরো প্রজেক্টটাই আমার খুব পছন্দ হয়েছে। দর্শকরা আমাকে এখানে একেবারে নতুন এক রূপে দেখতে পাবেন। জয় ভাইয়ের গায়কিতে অসাধারণ একটি নাচের গান ‘ধোকা’, এবং আমাদের টিমও দারুণ রসায়নে কাজ করেছে।”
মডেল তন্ময় সাবি জানান, “গানটির কথা এবং সুর চমৎকার। জয় ভাইয়ের গায়কীও প্রশংসার দাবি রাখে। আমার বিপরীতে কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় মডেল প্রিয়া অনন্যা, রুমি এবং ডন ভাই। ভিডিওটির দৃশ্যধারণ ও উপস্থাপনা হয়েছে বর্তমান সময়ের দর্শকদের রুচি মাথায় রেখে। আমরা প্রত্যাশা করছি এটি দর্শকনন্দিত হবে।”
পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, “ঈদকে কেন্দ্র করে আমরা এই মিউজিক ভিডিও নির্মাণ করেছি দর্শকদের বিনোদনের কথা চিন্তা করেই। গানটির প্রতিটি দৃশ্য পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আশা করছি ‘ধোকা’ সবার ভালো লাগবে।”
‘ধোকা’ মিউজিক ভিডিওটি আসছে ঈদে মুক্তি পাবে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।
- বিষয় :
- নতুন গান