‘তারুণ্যের উৎসব’-এর থিম সং লিখলেন ইশতিয়াক আহমেদ

ইশতিয়াক আহমেদ। ছবি: সংগৃহীত
বিনোদন বিনোদন
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১৬:১৮ | আপডেট: ১১ জুন ২০২৫ | ১৬:৩৩
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বছরব্যাপী চলা ‘তারুণ্যের উৎসব’-এর থিম সং নির্মিত হয়েছে। এই থিম গানটি গেয়েছেন শিরোনামহীনের তুহিন ও দোলা। সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। লিখেছেন ইশতিয়াক আহমেদ।
তারুণ্যের উৎসব ২০২৫ মূলত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে; জাতিকে ঐক্যবদ্ধ করা, পারম্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।
গানের গীতিকার ইশতিয়াক আহমেদ বলছেন, ‘বছরব্যাপী চলবে এই আয়োজন। তবে এত বড় পরিসরে হবে বুঝতে পারিনি। গানটি লেখার সময় শুধু চিন্তা করেছি তারুণ্যের উচ্ছ্বাস, উন্মাদনা ও সেই সময়টাকে; সেই সময়কালকে ধরার চেষ্টাব করেছি।
গানটি প্রচার শুরু হওয়ার প্রথম থেকেই মানুষজন বেশ ইতিবাচকভাবে নিচ্ছে। এটা বেশ ভালো লাগছে।’গতকাল থেকে সব প্রচারমাধ্যমে একযোগে এই উৎসবের থিম গান প্রচার শুরু হয়েছে।
- বিষয় :
- নতুন গান