ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘তারুণ্যের উৎসব’-এর থিম সং লিখলেন ইশতিয়াক আহমেদ

‘তারুণ্যের উৎসব’-এর থিম সং লিখলেন ইশতিয়াক আহমেদ

ইশতিয়াক আহমেদ। ছবি: সংগৃহীত

বিনোদন বিনোদন

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১৬:১৮ | আপডেট: ১১ জুন ২০২৫ | ১৬:৩৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বছরব্যাপী চলা ‘তারুণ্যের উৎসব’-এর থিম সং নির্মিত হয়েছে। এই থিম গানটি গেয়েছেন শিরোনামহীনের তুহিন ও দোলা। সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। লিখেছেন ইশতিয়াক আহমেদ।

তারুণ্যের উৎসব ২০২৫ মূলত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে; জাতিকে ঐক্যবদ্ধ করা, পারম্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।

গানের গীতিকার ইশতিয়াক আহমেদ বলছেন, ‘বছরব্যাপী চলবে এই আয়োজন। তবে এত বড় পরিসরে হবে বুঝতে পারিনি। গানটি লেখার সময় শুধু চিন্তা করেছি তারুণ্যের উচ্ছ্বাস, উন্মাদনা ও সেই সময়টাকে; সেই সময়কালকে ধরার চেষ্টাব করেছি।

গানটি প্রচার শুরু হওয়ার প্রথম থেকেই মানুষজন বেশ ইতিবাচকভাবে নিচ্ছে। এটা বেশ ভালো লাগছে।’গতকাল থেকে সব প্রচারমাধ্যমে একযোগে এই উৎসবের থিম গান প্রচার শুরু হয়েছে।
 

আরও পড়ুন

×