ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনা আক্রান্ত অপূর্ব আইসিইউতে ভর্তি

করোনা আক্রান্ত অপূর্ব আইসিইউতে ভর্তি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০ | ০১:১৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২০ | ০১:৩১

নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনা পজেটিভ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। খবরটি সমকালকে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। 

জানা গেছে, সপ্তাহ খানেক আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর করোনা পরীক্ষা করালে ফলাফল পজেটিভ আসে। এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা আরও অবণতি হলে মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা দেখে চিকিৎসক তাকে  আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণে নেন। 

এদিকে অপূর্বের করোনা আক্রান্ত ও আইসিইউতে ভর্তির বিষয়ে নিশ্চিত করেছেন তার কাছের নির্মাতা আরিয়ান। তিনি অপূর্বের  চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ খবর জানিয়ে বলেন, আইসিওতে নিবিড় পর্যবেক্ষণে আছেন অপূর্ব ভাই। তার জন্য সবাই দোয়া করবেন। 


আরও পড়ুন

×