করোনা আক্রান্ত আজিজুল হাকিমকে কেবিনে স্থানান্তর

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ | ০৭:২৭
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা আজিজুল হাকিমের অবস্থার উন্নতি হয়েছে। তাকে লাইফ সাপোর্ট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম।
জিনাত হাকিম জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আজিজুল হাকিমকে কেবিনে স্থানান্তর করেন চিকিৎসকরা।
তিনি বলেন, ‘সবার দোয়ায় হাকিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। অবস্থার উন্নতি দেখে চিকিৎসকরা তাকে আইসিইউ থেকে কেবিনে নিয়েছেন।'
এদিকে, অসুস্থ আজিজুল হাকিমের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন জিনাত হাকিম। বিশেষ করে আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, অভিনয় শিল্পীসংঘের নেতৃবৃন্দ- সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।
এরআগে গত সপ্তাহে তারকা দম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ানের করোনা শনাক্ত হয়। এরপর তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই আজিজুল হাকিমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
৬১ বছর বয়সীয় আজিজুল হাকিম কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।
মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরে টিভি নাটক করে পরিচিতি লাভ করেন। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে।
- বিষয় :
- আজিজুল হাকিম
- করোনা আক্রান্ত