ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'আপনে' ছবির সিক্যুয়েল নিয়ে আসছে দেওল পরিবারের তিন প্রজন্ম

'আপনে' ছবির সিক্যুয়েল নিয়ে আসছে দেওল পরিবারের তিন প্রজন্ম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৫:৪১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ | ০৬:৩১

বলিউডে ২০০৭ সালে নির্মিত ছবি 'আপনে'-এর সিক্যুয়েল আসছে। সোমবার বলিউডের দেওল পরিবারের দুই সদস্য সানি দেওল ও ববি দেওল সামাজিক মাধ্যমে পোস্ট করে এ খবর জানিয়েছেন।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, 'আপনে' ছবির সিক্যুয়েলে দেওল পরিবারের তিন প্রজন্মকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে। এতে বলিউডের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে দুই ছেলের পাশাপাশি তার নাতি ও সানি দেওলের ছেলে করন দেওলকেও দেখা যাবে। 

অনিল শর্মার পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন দীপক মুকুট।

২০২১ সালের মার্চ মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আছে। সব কিছু ঠিক থাকলে ওই বছরের দীপাবলিতেই ছবিটি মুক্তি দেওয়া হবে। ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে পারিবারিক বন্ধনকে ঘিরে। এতে আরও অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ ও শিল্পা শেঠী।

এর আগে অবশ্য ধর্মেন্দ্র তার দুই ছেলে সানি ও ববির সঙ্গে ২০১১ সালে কমেডি সিনেমা ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’তে অভিনয় করেছিলেন। ২০১৮ সালে এই ছবির সিক্যুয়েলেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে এবারই প্রথমবারের মতো দেওল পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। সূত্র : জি নিউজ, হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

×