ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিনেত্রী অপর্ণা ঘোষের বাগদান সম্পন্ন

অভিনেত্রী অপর্ণা ঘোষের বাগদান সম্পন্ন

ইরফান সাজ্জাদের ফেসবুক থেকে নেওয়া ছবি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ১১:৫৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ২০:২৩

অভিনেত্রী ও থিয়েটারকর্মী অপর্ণা ঘোষের বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রের নাম শক্রজিৎ দত্ত। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। সোমবার রাতে অপর্ণার বাগদানের খবর নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

রাত ১১টার দিকে ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে অপর্ণা ঘোষ ও তার হবু স্বামী শক্রজিৎ দত্তকে শুভকামনা জানান। তিনি লেখেন, 'আলহামদুলিল্লাহ। অবশেষে এটি (বাগদান) সম্পন্ন হলো। শুভকামনা, অপর্ণা ঘোষ ও শক্রজিৎ দত্ত।'

ইরফানের সেই পোস্টে বিভিন্ন তারকাসহ সাধারণ মানুষ অপর্ণা ঘোষকে শুভকামনা জানান এবং দোয়া-আশির্বাদ করেন।

অপর্ণার ঘনিষ্ঠ একটি সূত্র সমকালকে জানায়, 'পরিবারের লোকজনের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় তার বাগদান সম্পন্ন হয়। আগামী ১০ ডিসেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে।'

অপর্ণা ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব। নান্দনিক অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন

×