ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

করোনা জয় করে দুস্থদের পাশে হাকিম দম্পতি

করোনা জয় করে দুস্থদের পাশে হাকিম দম্পতি

আজিজুল হাকিম ও তার স্ত্রী জিনাত হাকিম

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৭:০১

মাত্র কয়েকদিন হলো করোনাভাইরাস (কভিড-১৯) থেকে মুক্ত হয়ে ফিরেছেন অভিনেতা আজিজুল হাকিম দম্পতি। এরমধ্যেই শীতার্তদের পাশে দাঁড়ালেন একসময়ের এই তারকা ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। সোমবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উজানচরে পাঁচশ' কম্বল ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।

আজিজুল হাকিম বলেন, 'করোনা ও বন্যায় চরাঞ্চলের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা এখন বেশ অসহায়। তাই কম্বলের পাশাপাশি প্রত্যেক পরিবারে ১০ কেজি চাল, ডাল, তেল, সাবান, লবণ, সেমাই, দুধ, চিনি ও মাস্ক পৌঁছে দিয়েছি।'

জিনাত হাকিম বলেন, 'আমার ও আজিজুল হাকিমের ইচ্ছা ছিল গত রোজার ঈদে আমার দাদাবাড়ি উজানচরের গ্রামবাসীদের জন্য কিছু খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার। বন্যা দেখা দিলে তখন আর যাওয়া হয়নি। বন্যার কারণে মানুষের দুর্ভোগও বেড়ে যায়। এখন করোনাও যেমন বেশি, তেমনি শীতও। তাই আত্মীয়স্বজন ও স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক ভাইদের সহযোগিতায় গ্রামের পাঁচশত পরিবারের কাছে কম্বল ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।'

তিনি বলেন, 'আমার খালাতো বোন তানজিলা আফরোজ সুজানা শীতবস্ত্র বিরতণে সহযোগিতা করেছে। নিম্নবিত্তের ও মধ্যবিত্তের যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সবার এগিয়ে আসা উচিত।'

আরও পড়ুন

×