পুলিশকে হেয় করার অভিযোগ
‘নবাব এলএলবি’র পরিচালক ও অভিনেতা কারাগারে

পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা (ডানে)- ফাইল ছবি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০ | ০৬:৪০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ | ১১:০৮
‘নবাব এলএলবি’ সিনেমার পরিচালক অনন্য মামুনকে ও অভিনেতা শাহীন মৃধাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় তাদের দু’জনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘নবাব এলএলবি’ ছবিটি। চলচ্চিত্রটির একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারী থানায় মামলা করার জন্য যান। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সে দৃশ্য নিয়েই আপত্তি হয় পুলিশের। এতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ছবির পরিচালক মামুনকে রাজধানীর মিরপুরের বাসা থেকে আটক করা হয়। আটকের পর পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অপরদিকে একইসময় আটক অভিনেতা শাহীন মৃধাকেও গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বাদী ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন জানান, রাজধানীর রমনা থানায় পর্ণগ্রাফি আইনে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর ‘আই থিয়েটার’ অ্যাপে মুক্তি পায় ‘নবাব এলএলবি’ ছবিটি। ওইদিন সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়। বাকি অর্ধেক মুক্তি দেওয়া হবে আগামী ১ জানুয়ারি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।
- বিষয় :
- নবাব এলএলবি
- শাকিব খান
- শাহীন মৃধা
- অনন্য মামুন