ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাইমন বললেন, কাজটা প্রথম কিন্তু শেষবার নয়

সাইমন বললেন, কাজটা প্রথম কিন্তু শেষবার নয়

সাইমন সদিক ও পূর্ণিমা বৃ্ষ্টি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৭:১৬

২০১২ সালে চিত্রপরিচালক জাকির হোসেন রাজুর 'জ্বী হুজুর' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন সাইমন সাদিক। সেই হিসাবে সিনেমায় তার আট বছরের ক্যারিয়ার। এই আট বছরে প্রায় ৩০টির মতো ছবিতে অভিনয় করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

সিনেমার নায়ক হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা আট বছরের হলেও মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেন সম্প্রতি। ক্যারিয়ারে প্রথম বিজ্ঞাপনে কাজ করলেন সাইমন। একটি ট্রাভেল কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে নায়কের পাশাপাশি মডেল হিসেবে যাত্রা হলো তার। 

ক্যারিয়ার শুরুর আট বছর পর বিজ্ঞাপনে কেনো? ঢাকাই ছবির এ নায়ককে প্রশ্ন করতেই একবাক্যে বলেন, 'এর আগে ব্যাটে-বলে মেলেনি।'

ব্যাটে-বলে মেলেনি বলতে কি বুঝালেন?  এবার সাইমন বলেন, 'আট বছরে কিন্তু বিজ্ঞাপনের অনেক প্রস্তাব পেয়েছি। সেগুলোর গল্প ভালো লাগলেও প্রডাক্ট ভালো লাগেনি, আবার অনেক ক্ষেত্রে গল্প  এবং প্রতিষ্ঠান দুটিই পছন্দ হয়নি। তাই করা হয়নি। এবার সবই এক প্যাকেজে হয়েছে বলেই করা।' 

সাইমন এখন নিয়মিতই বিজ্ঞাপন করবেন বলে জানালেন। বললেন, 'বিজ্ঞাপনে প্রথমবার হলেও শেষবার নয়। আশা করি, আগামীতে নতুন নতুন অনেক বিজ্ঞাপনে দেখবেন আমাকে।' 

সাইমন অভিনীত নতুন বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এস আরেফিন অলিভ। এতে সাইমনের সঙ্গে আছেন টিভি মডেল পূর্ণিমা বৃষ্টি। শিগগরিই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।  

এ দিকে সাইমন অভিনীত তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। এগুলো হল- মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’, শওকত ইসলামের ‘নদীর বুকে চাঁদ’ এবং শফিক হাসানের ‘বাহাদুরী’। তার অভিনীত বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আমার মা আমার বেহেশত’ এবং সাইদুল ইসলামের ‘গোপন সঙ্কেত’ নামে ছবি দুটির কাজ অসমাপ্ত রয়েছে। অন্যদিকে সাইমন 'দায়মুক্তি' ছবির ডাবিং করছেন বলে রোববার সমকালকে জানান। 


আরও পড়ুন

×