ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রিপোর্ট ভালো আসেনি আমির সিরাজীর, উৎকণ্ঠায় পরিবার

রিপোর্ট ভালো আসেনি আমির সিরাজীর, উৎকণ্ঠায় পরিবার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০১:৪১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ০২:২১

অভিনেতা আমির সিরাজীকে গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন আমির সিরাজীর বড় মেয়ে নুরজাহান সিরাজী। হাসপাতালে তিনিই অভিনেতার দেখভাল করছেন।

নুরজাহান সিরাজী বলেন, 'বাবাকে ঢাকায় এনে রাতেই বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করিয়েছি। এখন সিসিইউতে আছেন। রাতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট দেখে চিকিৎসকরা ভালো নয় বলে জানিয়েছেন। খুব চিন্তা হচ্ছে।'

এদিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য বুধবার সকালে আমির সিরাজীর নমুনা নেওয়া হয়েছে। রাতে ফল জানানো হবে। এখন এনজিওগ্রাম করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার মেয়ে।

করোনায় শুটিং না থাকায় আমির সিরাজী তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে অবস্থান করছিলেন। সেখানে থাকাকালীন গত ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আরও গুরুতর হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমির সিরাজীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর মঙ্গলবার রাতে ঢাকায় এনে আমির সিরাজীকে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। 

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বেশ কিছু সমস্যায় ভুগছেন আমির সিরাজী। জনপ্রিয় এই অভিনেতা একজন মুক্তিযোদ্ধা। যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু  হলেও ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে তিনি ঢাকায় আসেন। তার অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’।  ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ছয়শ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এখনো তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।

আরও পড়ুন

×