প্রেম নিয়ে ভাবার বয়স হয়নি: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: নূর-এ-আলম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৮:২৪
রাত পোহালেই নতুন বছরের ক্যালেন্ডার উঠবে দেয়ালে। ২০২০-এর পরিবর্তে ২০২১। অতীত হয়ে যাওয়া পুরো বছরের সাফল্য-ব্যর্থতার হিসেব কষে নতুন বছরকে বরণ করে নেবেন সবাই। নতুন ছঁকে হাঁটবে ঢাকাই শোবিজও। বিগত বছরের ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কতটা সাফল্য আর ব্যর্থতার পথে হাঁটল তার একটা হিসেব-নিকেশ ইতোমধ্যে টানা হয়েছে। তবে সাফল্য-ব্যর্থতার ওই হিসেবে তুলে রেখে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান ঢাকাই শোবিজের তারকারা।
ইংরেজি বছরের শেষ দিন আর পৌষের রোদ মাখানো শীতের বিকেলে নতুন বছরের পরিকল্পনা নিয়ে কথা হলো প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে। যে দীঘি ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না...’ বিজ্ঞাপনের সংলাপ দিয়ে দারুণভাবে দর্শক হৃদয়ে আসন পেতেছেন। যে দীঘি নায়িকা হওয়ার আগেই শিশুশিল্পী হিসেবে ৩০টির বেশি সিনেমায় অভিনয় করে হয়েছেন জনপ্রিয়। ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বৌ’ আর ‘চাচ্চু আমার চাচ্চু’—এই তিন সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

নতুন বছরের কাজ নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে দীঘি জানালেন, নতুন বছরের প্রথম তিন মাসই শিডিউল 'লক' হয়ে আছে তার। মানে এই তিনমাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু' নিয়ে আছেন তিনি। দেওয়া আছে আরও একটি সিনেমার শিডিউল। এই তিনমাস তাই অন্যকিছু নিয়ে ভাবতেই চান না তিনি।
তাহলে তিনমাস পর থেকে যে ভাবনা সেই ভাবনাটা নিয়েই কথা হোক। দীঘি যা উত্তর দিলেন তাও সিনেমার বাইরে কিছু না, '২০২০ সালে নায়িকা হিসেবে দুটি ছবিতে অভিনয় করেছি। কাজগুলো এখনো মুক্তি পায়নি। পেলে দর্শকদের প্রতিক্রিয়া বুঝা যেতো। আর নতুন বছরে গল্প নির্ভর চলচ্চিত্রের প্রতি জোর দিয়ে চুক্তিবদ্ধ হবো। মোট কথা ভালো ভালো সিনেমাতেই দীঘিকে পাবেন দর্শকরা।'
এতো গেলো সিনেমা নিয়ে পরিকল্পনা। এর বাইরে কোন পরিকল্পনা নেই? এ ধরুন প্রেম....? ওপাশ থেকে হেসে উঠেন দীঘি। বলেন, 'এসব নিয়ে ভাবার বয়স এখনও হয়নি। সবে নায়িকা হিসেবে কাজ শুরু করলাম। এখন কাজ নিয়েই সব ভাবনা আর পরিকল্পনা।'
দীঘি বিদায়ি বছরে শাপলা মিডিয়ার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই পাঁচটির একটি শামীম আহমেদের পরিচালিত, ‘টুঙ্গিপাড়ার বড় ভাই’ ছবির কাজ ইতোমধ্যে শেষ করেছেন। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেণুর ভূমিকায় দেখা যাবে তাকে। চুক্তিবদ্ধ হওয়া আরও তিনটি ছবি হচ্ছে ‘একাত্তরের ইতিহাস’ ও ‘যোগ্য সন্তান ধামাকা'।
- বিষয় :
- প্রার্থনা ফারদিন দীঘির
- বিনোদন