ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এবার খলনায়িকা দীপিকা

এবার খলনায়িকা দীপিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ২০:৪৮ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ | ০৫:৪১

ক্যারিয়ারে প্রথম খলচরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ূকোন। বলিউডের বহুল আলোচিত 'ধুম' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে দীপিকা অভিনয় করবেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। 

'ধুম-ফোর' ছবিতে অভিনয় নিয়ে এখনও মুখ খোলেননি দীপিকা। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণায় নিশ্চিত হয়েছে, এ ছবিতে অভিনয় করছেন তিনি। 

যশরাজ ফিল্মসের ঘোষণা থেকে জানা গেছে, এই প্রথম 'ধুম' সিরিজে কোনো নারীকে প্রধান খলচরিত্রে দেখা যাবে। সেই চরিত্রটি পর্দায় তুলে ধরবেন দীপিকা পাড়ূকোন। 

এর আগে 'ধুম' সিরিজের তিনটি ছবিতে প্রধান খলচরিত্র অর্থাৎ চোরের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম, হূত্বিক রোশন ও আমির খান। এই তিন অভিনেতা নিজেদের চরিত্র নিয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। ছবিগুলো আয় করেছে রেকর্ড পরিমাণ অর্থ। এবার প্রধান খলচরিত্রে নারীর উপস্থিতি 'ধুম' সিরিজে ভিন্নতা নিয়ে আসার পাশাপাশি ব্যবসায়িক সাফল্য পাবেন বলে প্রযোজকরা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×