ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আবদার রক্ষা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছি: মনিরা মিঠু

আবদার রক্ষা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছি: মনিরা মিঠু

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৭:০৩ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ০৬:২৭

টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মনিরা মিঠু।  এই সময়ে নাটক মানেই যেনো তার উজ্জ্বল উপস্থিতি। মাসের ৩০ দিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। জনপ্রিয় অভিনেত্রী হলেও বাস্তবে সাদাসিধে জীবন-যাপন তার। কারও আড়ালে-আবডালে কথা নেই, মুখে যা আসে, তেতো হলেও তা বলতে দ্বিধা করেন না।  সমসাময়িক ব্যস্ততাসহ নানা বিষয়ে সমকালের সঙ্গে কথা বলেন তিনি-

কোথায় আছেন?

শুটিং করছি, উত্তরাতে। অভ্র মাহমুদের নাটক। নাম 'ধাওয়া'।

বাস্তব জীবনে কখনও ধাওয়া খেয়েছেন?

হাহাহা, মানুষের জীবনটাই ধাওয়ার ওপর দিয়ে যাচ্ছে। কখনও দেয়, কখনো খায়।

কিছু জিজ্ঞেস করলে এই যে হুটহাট বলে দেন, কার কাছে শেখা?

আমি ছোটবেলা থেকেই এমন। ভণিতা করতে পারি না। ভণিতা করে কোনো লাভও তো নেই। আমি সংগ্রাম করে বড় হয়েছি। প্রতিটি মানুষের কোনো না কোনো বৈশিষ্ট্য থাকে। বলতে পারেন, ভণিতা না করে সাধারণভাবে চলাফেরা করাই আমার বৈশিষ্ট্য। তবে আমার বড় ভাইয়ের অনেক বৈশিষ্ট্য আমার মধ্যে রয়েছে। জীবনে চলার শক্তিটা তার থেকেই পেয়েছি। এই যে কথা বলছি, এসবও তার থেকেই শেখা। 

অনেকে বলেন, দেখতে কঠিন মনের হলেও বাস্তবে আপনি অনেক সরল। আপনার জাজমেন্ট কি?

আমি আসলে একটু সরল আছি। এই সরলতাকে অনেকে আবার বোকা বলে থাকেন। ভেতরে কুটিলতা স্থান দিতে পারিনা। আবার মুখের ওপর সত্য কথাটিও বলে দেই। সাদাসিধে জীবন-যাপন করি। 

মুখের ওপর সত্য কথা বলে দেওয়ায় কখনো সমস্যায় পড়তে হয়নি?

হয়নি আবার...! অনেক হয়েছে। অনেকবার ভেবেছি অভ্যাসটা পরিবর্তন করবো; কিন্তু পারিনি। এমন অভ্যাস অনেকেই নিতে পারে না। আমাকে ভুল বুঝে। অনেকে আবার ভয় পান। 

 ব্যক্তিজীবনে কতটা সুখী আপনি?

অভিনয় শিল্পীর বাইরে আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। জটিলতা পছন্দ করিনা। বাসায় গল্প-উপন্যাস ( দুই সন্তান) ওদের নিয়ে বেশ সুখের জীবন আমার।

মাসের প্রায় ৩০ দিনই কাজ করছেন। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখছেন কিভাবে?

ঠিক রাখতে পারিনা তো! অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝে। এই যে আপনার সঙ্গে কথা বলছি মানসিকভাবে তো ঠিক নেই। শরীর চাচ্ছে বিশ্রাম। অথচ আমাকে মেকআপ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে শট দেওয়ার জন্য। 

বিশ্রাম নিলেই তো পারেন?

নাহ, পারিনা। চাইলেই বিশ্রাম নিতে পারিনা! অনেক সময় দায়িত্ববোধের জায়গা থেকেও সুযোগ হয় না। শিডিউলের জন্য অনেকের অনুরোধ আমাকে রাখতে হয়। বড়-ছোট সব নির্মাতার অনুরোধই রাখতে গিয়ে আর বিশ্রামের সুযোগ হয়ে ওঠে না। অনেকে একদিন আগে এসেও জানান, কাল আমাকে কাজটি করে দিতে হবে। তাদের মুখের দিকে তাকালে মায়া লাগে। না করতে পারিনা। এমন আবদার রক্ষা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছি। তবে এবার বুঝতে পারছি, কিছু দিনের জন্য আমাকে বিশ্রাম নিতে হবে। ঘুমাতে হবে। অনেক ঘুম বকেয়া পড়েছে...। 


আরও পড়ুন

×