ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নতুন বছরে শাকিব খানের প্রথম শুটিং

নতুন বছরে শাকিব খানের প্রথম শুটিং

ইনস্টগ্রাম থেকে নেওয়া ছবি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৬:২৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ | ০৭:১৫

নতুন বছর শুরু হলেও নতু্ন সুখবর আসছিল না ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের কাছ থেকে। সুখবর বলতে নতুন কোনো ছবি। তবে ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন বছরে সবে ক্যামেরার সামনে দাঁড়ালেন 'শিকারি'খ্যাত এ নায়ক। নতুন একটি বিজ্ঞাপনের মাধ্যমে এফডিসিতে শুটিংয়ে অংশ নিলেন তিনি।শিগগিরই ভক্তরা জানতে পারবেন তার নতুন ছবির খবর।

বিজ্ঞাপনটি এসএমসি ওরস্যালাইন-এন এর। সোমবার সকাল থেকে এফডিসির জসিম ফ্লোরে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন শাকিব। এটি নির্মাণ করেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ ছবির নির্মাতা পিপলু খান।

বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতা জানান, দারুণ এক অভিনেতার বাইরেও দারুণ একজন মানুষ শাকিব খান। তার সঙ্গে প্রথম কাজ করছি। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ।

সিনেমায় শাকিব খানকে যেভাবে দর্শকরা দেখে পছন্দ করেন বিজ্ঞাপনটিতেও তেমন এক চরিত্রে দেখতে পাবেন বলে জানিয়েছেন এ নায়ক। একদিনেই শেষ হয়েছে বিজ্ঞাপনটির শুটিং।

শাকিব খানের নতুন এই বিজ্ঞাপন  টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগের প্রচার হবে।

আরও পড়ুন

×