'কাজল রেখা'য় রাজা বিক্রম সিংহ রিয়াজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ০৮:১১
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’। এতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। রাজা বিক্রম সিংহের চরিত্রে দেখা যাবে তাকে।
এস এম সালাহ উদ্দিনের পরিচালনায় প্রায় দুই সপ্তাহ ধরে ‘কাজল রেখা’র শুটিং চলছে একটি বেসরকারি টিভির স্টুডিওতে।
নির্মাতা জানিয়েছেন, রিয়াজ একদিন শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন মারিয়া ফারিহ উপমা, আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মিমি, সৈয়দ শুভ্র, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শাখাওয়াত শিমুল, মোমেনা চৌধুরী, দোয়েল, কোহিনূর আলম, ঝুনা চৌধুরী, সৈয়দা শিলা, শুভেচ্ছা রহমান প্রমুখ।
চিত্রনায়ক রিয়াজ বলেন, পৌরণিক গল্প নিয়ে ‘কাজল রেখা’ নির্মিত হচ্ছে। আমাদের দেশে এ ধরণের কাজে অনেক সীমাবন্ধতা থাকে। বাজেট, কস্টিউম, প্রযুক্তি থেকে অনেক কিছুর সীমাবন্ধতা। সবকিছুর উৎরে ‘কাজল রেখা’ একটি ভালো কাজের চেষ্টা করা হচ্ছে। এতে আমি অতিথি চরিত্রে কাজ করছি। কাজটা কতটা ভালো হবে, সেটা দর্শক দেখলে বোঝা যাবে।
‘কাজল রেখা’র শুটিং চলমান। শনিবার সন্ধ্যায় শুটিং ফাঁকে এর শিল্পী, কলাকুশলীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা সালাহ উদ্দিন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোডাকশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। ব্যয়বহুল ও সর্বাধুনিক ভিএফএক্স ও গ্রাফিক্সের উপর ভিত্তি করে কাজল রেখা নির্মিত হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান নির্মাতা সালাহ উদ্দিন।
নির্মাতা সালাহ উদ্দিন বলেন, নিজেদের সাংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতেই ‘কাজল রেখা’ নির্মাণের প্রয়াস। এখানে অনেক মজার কিছু চরিত্র রয়েছে। সব বয়সী দর্শকদের কাজটি দেখার আমন্ত্রণ জানাই। এ কাজের মাধ্যমে সিন্দাবাদ, সিনড্রেলা, আলাদীনের মতো ‘কাজল রেখা’র নামও সারা দুনিয়ায় মানুষ চিনবে বলে বিশ্বাস করি। শিগগির ‘কাজল রেখা’ দীপ্ত টিভির পর্দায় প্রচার হবে।
- বিষয় :
- দীর্ঘ ধারাবাহিক
- কাজল রেখা
- চিত্রনায়ক রিয়াজ