জাভেদ আখতারকে দেখে বিশ্বাস হচ্ছিলো না শুভর

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০০:৫৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ | ০৪:১৭
গত ২১ জানুয়ারি মুম্বাইয়ে আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং। ছবির প্রধান চরিত্র ‘বঙ্গবন্ধু’ হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে।
শনিবার বঙ্গবন্ধু সিনেমার এ নায়ক ভারতের কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার ও বলিউড অভিনেতা জাভেদ আখতারের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। ছবির ক্যাপশনে জাভেদ আখতারকে পেয়ে আবেগের কথা জানিয়েছেন। জানিয়েছেন, যেন স্বপ্ন দেখছিলেন তিনি। এতোটা কাছ থেকে জাভেদ আখতারকে দেখছেন এটা বিশ্বাস হচ্ছিলো না এ নায়কের।
ছবির ক্যাপশনে আরিফিন শুভ লিখেছেন, ‘এমন লিজেন্ডকে নতুন করে পরিচয় করে দেয়ার প্রয়োজন নেই…অসাধারণ এক সন্ধ্যা। আমার স্বপ্ন সত্যি হলো নাকি আমি এখনও স্বপ্ন দেখছি? যিনি শোলে, ডন, ১৯৪২, জিন্দেগি না মিলেগি দোবারায় লিখেছেন… আপনার লেখা প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায়… আমার জীবনে আপনার লেখাগুলো অনেক প্রভাব ফেলেছে।’
শুভ আরও লিখেছেন, ‘জাভেদ সাহেব আপনার সঙ্গে দেখা করার এই সুযোগ অনেক সম্মানের। কোনো ভাষায় সেই জাদুকরী সন্ধ্যার কথা প্রকাশ করা সম্ভব নয়… আর লখনৌ প্ল্যাটারটি উপভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।’
বায়োপিক 'বঙ্গবন্ধু'তে অভিনয়ের জন্য দেশের একঝাঁক তারকাশিল্পীরা এখন মুম্বাইয়ে অবস্থান করছেন। জানা গেছে, টানা ১০০ দিন মুম্বাইতে চলবে ছবিটির শুটিং। এরপর ঢাকায় ফিরবেন ছবিটির আর্টিস্টরা। ঢাকাতেই হবে ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং।
'বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানার চরিত্রে সাবিলা নূর, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ।
২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর এ চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারতের সিনেমা হলে চলবে। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি এবং ইংরেজি এই চারটি ভাষায় ডাবিং হবে ‘বঙ্গবন্ধু’র এই বায়োপিক।
অন্য চরিত্রগুলোয় দেখা যাবে দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।
চলচ্চিত্রটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের।
- বিষয় :
- বলিউড
- বঙ্গবন্ধু সিনেমা
- আরিফিন মুভ
- জাবেদ আখতার