মা হতে যাচ্ছেন দীপিকা?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:১৪ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৪৫
প্রথমে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বিরাট কোহলি-আনুশকা দম্পতি। এরপরেই ভক্তদের বাবা হওয়ার সুখবর দিয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। এ ছাড়া দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় রয়েছেন কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতি। এমন পরিস্থিতিতে সমাজিক যোগামাধ্যমে তার ভক্তরা প্রবল আগ্রহে জানতে চেয়েছেন, দীপিকা পাডুকোনও অন্তঃসত্ত্বা কিনা?
আর ভক্তদের মনে এমন প্রশ্নটি এসেছে দীপিকার হাসিমুখের একটি ছবিকে কেন্দ্র করে। সোমবার দীপিকা তার টুইটারে হাসিমুখের একটি ছবি পোস্ট করতেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন।
কেউ লিখেছেন, 'অন্তঃসত্ত্বা নাকি? ছবি দেখে তো তাই মনে হচ্ছে।' কারও আবার আশা ছিল দীপিকাও কারিনা ও আনুশকার মতো গর্ভবতী অবস্থার ছবি পোস্ট করবেন। এমনই প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে নেটদুনিয়া। অবশ্য এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।
গেল বছর বিশেষ একটা ভাল যায়নি দীপিকার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক মামলায় তারও নাম উঠে আসে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসে গিয়ে হাজিরা দিতে হয়েছে তাকে। তবে এবছর নতুন শুরুর জন্য নাকি মুখিয়ে রয়েছেন নায়িকা। নিউ নর্মালে শকুন বাত্রার ছবির শুটিং গত বছরই শুরু করেছিলেন। আবার প্রভাসের সঙ্গেও জুটি বাঁধবেন। হৃতিক রোশনের সঙ্গেও দেখা যাবে দীপিকাকে বলে শোনা যাচ্ছে। সুতরাং অভিনেত্রীর এখনই অন্তঃসত্ত্বা হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অবশ্য, সময়ের কথা কে-ই বা বলতে পারে! তা যে কোনও মুহূর্তে পালটে যেতেই পারে। সূত্র: এবিপি আনন্দ
- বিষয় :
- দীপিকা পাড়ূকোন
- অন্তঃসত্ত্বা