ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শহর ঘুরে বোকাদের চালাক বানাচ্ছেন ফারুকী!

শহর ঘুরে বোকাদের চালাক বানাচ্ছেন ফারুকী!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:২৯ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৩০

চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ মানেই যেনো ভিন্ন কিছু। প্রতিটি কাজে নিত্যনতুন ভাবনার প্রতিফলন দেখা যায় তার কাজে। সম্প্রতি ফারুকীকে দেখা গেলো ছয় বোকাকে নিয়ে শহরের নানা জায়গায় ঘুরে বেড়াতে। সাথে রয়েছে তার শুটিং ইউনিট।

পুরো ইউনিটসহ তিনি ঢাকা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে, বাড়ির ছাদে, বাস স্ট্যান্ডে, লেকের পাড়ে দেখা যাচ্ছে। কেনো ছয় বোকাকে নিয়ে ঘুরছেন এ নির্মাতা?

ফারুকী জানান, ছয়জন বোকাকে নিয়ে কী করছি, সেটা সময় হলেই জানতে পারবেন। আপাতত এটুকু বলা যায়, এই ছয়জন বোকাকে চালাক বানানোর চেষ্টা করছি। কারণ এই যুগে চোখ, কান খোলা না রাখলে চলে না। আগে ওদের একটু চালাক বানাই, পরে বিস্তারিত বলব।'

তবে ফারুকী না জানালেও খোঁজ নিয়ে জানা গেছে ছয় বোকাকে নিয়ে একটি মোবাইল ব্যাংকিংয়ের বিজ্ঞাপন করছেন তিনি। যা শিগগিরই প্রচারে আসবে। 

আরও পড়ুন

×