ইমন-নীলাঞ্জনের বিয়েতে মিথিলাকে নিয়ে হাজির সৃজিত

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৪২
বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের 'প্রাক্তন' সিনেমার 'তুমি যাকে ভালোবাসো' গানের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। তাদের বিয়েতে শুভ কামনা জানাতে সৃজিত মুখার্জি স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে নিয়ে হাজির হয়েছিলেন। এ সময় তাহসান-মিথিলাকন্যা আয়রাও তাদের সঙ্গে চিলেন।
বিয়ের আয়োজনে উপস্থিত হয়ে নতুন দম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করে অভিনন্দন জানান মিথিলা।
ইমন ও নীলাঞ্জনার বিয়ের আয়োজনে শুধু সৃজিত-মিথিলাই নন টলিউডের একঝাঁক তারকাকেও দেখা গেছে।
হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতে বসেছিলো ইমন ও নীলাঞ্জনার বিয়ের আয়োজন।করোনায় খুব একটা বড় করে আয়োজন হয়নি বিয়ের। তবুও তারকাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতোই।
বিয়েতে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা লাল বেনারসি পরেছিলেন ইমন। বিয়ের অনুষ্ঠানের আগের দিন ঘরোয়া আয়োজনে হলুদের পর্ব সারেন ইমন-নীলাঞ্জন। হাতে লাগান মেহেদি। সেদিন বর-কনে দু’জনেই সাদা-হলুদ মিলিয়ে পোশাক পরেন।
২০২০ সালের দুর্গা পূজায় বাগদান হয়েছিল এই জুটির। আংটি বদল করে প্রাথমিক পর্বটা সেরে রেখেছিলেন সেদিন। জানুয়ারির শেষদিন তারা রেজিস্ট্রি ম্যারেজ করেন এবং একে অপরের গলায় মালা পরিয়ে দেন।
২০১৭ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন করেন ইমন চক্রবর্তী। অন্যদিক সংগীত পরিচালক হিসেবে নীলাঞ্জন ঘোষ কলকাতার ব্যস্ততম একজন সংগীত পরিচালকদের একজন।