ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শাহরুখকন্যার স্কার্ট পরে সঞ্জয়কন্যার বেলি ড্যান্স

শাহরুখকন্যার স্কার্ট পরে সঞ্জয়কন্যার বেলি ড্যান্স

শায়ানার শেয়ার করা ভিডিও থেকে নেওয়া ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ২২:১৫ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৩০

পরনে সাদা লং স্কার্ট, সঙ্গে ক্রপ টপ। এই পোশাকে বেলি ডান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন সঞ্জয় কাপুরকন্যা শানায়া। শানায়া নিজেই তার বেলি ডান্সের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।

তবে ভিডিওর চেয়েও শানায়ার এই পোস্টে নজর কেড়েছে তার ক্যাপশন। শানায়া কাপুর লিখেছেন, 'সঞ্জনা মথরেজার সঙ্গে  অন্যরকম কিছু করার চেষ্টা। তোমার স্কার্টটা পরতে দেওয়ার জন্য ধন্যবাদ সুহানা।

শানায়ার এই ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে তিনি শাহরুখ কন্যার স্কার্টটি ধার করে পরেছিলেন। 

একই স্কার্ট পরে সুহানা খান

শাহরুখকন্যার সঙ্গে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার বন্ধুত্বের কথা অনেকেরই জানা। প্রায়ই সুহানা, শানায়া এবং অন্যন্যাদের একসঙ্গে পার্টি করতে দেখা যায়। আবার সুহানার বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেন শানায়া। সুহানা-শানায়ার বন্ধুত্ব বেশ মধুর। তাই কাছের বন্ধুর স্কার্ট ধার করে পরতে দ্বিধা করেননি সঞ্জয় কাপুরের মেয়ে।

শানায়া সঞ্জনা মথরেজার কাছে বেলি ডান্স শিখছেন। প্রসঙ্গত, এই একই শিক্ষকের কাছে বেলি ডান্স শেখেন শানায়ার চাচাতো বোন জাহ্নবী কাপুরও। তাকেও বেশ কয়েকবার বেলি ডান্সের ভিডিও পোস্ট করতে দেখা গেছে। 

আরও পড়ুন

×