প্রকাশ্যে ‘গণ্ডির প্রথম গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৪:০৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৪:২৬
প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা সুবর্ণা মুস্তাফা ও ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ফাখরুল আরেফীন খানের পরিচালনায় ‘গণ্ডি’ ছবিতে অভিনয় করেছেন তারা। এবার প্রকাশ হলো সেই ছবির প্রথম গান প্রকাশ হলো।
শুক্রবার রাতে ‘গণ্ডি’ ছাড়িয়ে বন্ধু দুজন’ শিরোনামের এই গানটি গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে ও গণ্ডি ছবির অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়। গানটির কথা লিখেছেন পশ্চিমবঙ্গের গীতিকার বিশ্বরাজ ভট্টাচার্য। সুর আর সঙ্গীত করেছেন লয় এবং দীপ।
গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের তরুণ কণ্ঠশিল্পী দীপ। গানটি নিয়ে তিনি বলেন, ‘স্বার্থহীন বন্ধুত্ব সবার জীবনে আনে সীমাহীন আনন্দ। আর সেই বন্ধুত্বের দারুণ সমীকরণ নিয়ে লেখা গানটি গাইতে পেরে আমি অনেক আনন্দিত। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
রোমান্টিক কমেডি ঘরানার গণ্ডি ছবির কাহিনী ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেন এটাই উঠে এসেছে এই চলচ্চিত্র।
প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চত্রক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা প্রমুখ।
ছবিটির প্রথম গান প্রকাশ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান বলেন,‘গণ্ডি ছাড়িয়ে বন্ধু দুজন’ গানটির কথার মধ্যে রয়েছে সরলতা। যে সরলতাটা আমার এই ছবির গল্পেও রয়েছে। যা আমাদের সবার জীবনে বন্ধুত্বের কথা স্বরণ করিয়ে দেবে।’