ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কবরীর প্রিয় পাঁচ সিনেমা

কবরীর প্রিয় পাঁচ সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ | ০৬:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ | ০৭:০৫

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী তার বর্ণিল অভিনয় ক্যারিয়ারে প্রায় ১৪০টির মতো ছবিতে কাজ করেছেন। সমকালের নন্দন-এর এক সাক্ষাৎকারে কবরী বলেছিলেন তার প্রিয় পাঁচ ছবির কথা-

  • সুতরাং

উর্দু ছবির দাপটে যখন বাংলা সিনেমার অবস্থা করুণ। তখন ১৯৬৪ সালে 'সুতরাং' নির্মাণ করেন সুভাষ দত্ত। সেই সময়ের সুপারহিট হয় সিনেমাটি। এই ছবির মাধ্যমে অভিষেক হয় বাংলা চলচ্চিত্রের মিস্টি মেয়ে কবরীর। জার্মানির ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ছবিটি।

  • সুজন সখী

গ্রামের যুবক-যুবতীর প্রেমের কাহিনি নিয়ে খান আতাউর রহমান নির্মাণ করেন 'সুজন সখী'। মিষ্টি প্রেমের কিছু রোমান্টিক সংলাপ ও গানে এটি হয়ে উঠেছিল দর্শকের ভালোবাসার ছবি। এর 'সব সখীরে পার করিতে নিবো আনা আনা'- গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। ছবিতে সখী চরিত্রে কবরীর অভিনয় এখনও দর্শকের চোখে লেগে আছে।

  • সারেং বৌ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত 'সারেং বৌ' ছবিটি মুক্তি পায় ১৯৭৮ সালে। কদম সারেং [ফারুক] জাহাজে কাজ করে অনেক দিন পর ফিরে আসে নিজ বাড়িতে, তারপর ভালোবেসে বিয়ে করে 'নবিতন'কে [কবরী]। আবদুল্লাহ আল মামুন পরিচালিত এই ছবিতে 'নবিতন' হয়ে দর্শকের হৃদয়ে দাগ কেটেছিলেন কবরী।

  • রংবাজ

১৯৭৩ সালে মুক্তিপায় 'রংবাজ'। জহিরুল হক পরিচালিত এ ছবিটি দিয়ে বাংলাদেশে অ্যাকশন ছবির যাত্রা শুরু হয়। বস্তি এলাকার রংবাজের সঙ্গে ওই বস্তিরই এক মেয়ের প্রেমের গল্প রয়েছে ছবিতে। এতে রাজ্জাকের বিপরীতে 'মালা' চরিত্রে কবরী দুর্দান্ত অভিনয় করেছেন।

  • দেবদাস

১৯৮২ সালে শরৎচন্দ্র চট্টাপাধ্যায়ের 'দেবদাস' অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন 'দেবদাস'। এই ছবিতে পার্বতীর ভূমিকায় কবরীর অভিনয় ছিল অনবদ্য। এতে দেবদাস চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ। আজও এই সিনেমার আবেদন কমেনি এতটুকু।


আরও পড়ুন

×