ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পৃথিবীতে আমরা অল্প দিনের মেহমান: রিয়াজ

পৃথিবীতে আমরা অল্প দিনের মেহমান: রিয়াজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১ | ০১:০২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ | ০১:০৫

চিত্রনায়ক রিয়াজ। দীপঙ্কর দীপন পরিচালিত 'অপারেশন সুন্দরবন' ছবির কাজ শেষ করেছেন। করোনামুক্ত হয়ে কাজের পরিকল্পনা করছেন তিনি। নতুন ছবির পাশাপাশি এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

  • করোনামুক্ত হয়েছেন ক'দিন আগে। এখন কেমন আছেন?

শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা সুস্থ। দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম। আলহামদুলিল্লাহ। করোনা আক্রান্ত হয়ে অনেক দুঃসময় পার করেছি। ছোট্ট মেয়েটা আমার বুকে ঝাঁপ দিতে না পেরে সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য, যারা নিয়মিত খোঁজ নিয়েছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাইদের ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম।

  • করোনা আক্রান্ত হওয়ার পর কী উপলব্ধি হয়েছে?

করোনার পর শুরু হয়েছে নতুন জীবন। পৃথিবীতে খুবই অল্প সময়ের জন্য আমরা আসি। পরিবার-পরিজনকে সুরক্ষিত রাখার জন্য কাজ করি। পৃথিবীতে আমরা মেহমান। এই দু'দিনের পৃথিবীতে সবারই সুন্দরভাবে বাঁচা উচিত।

  • 'বঙ্গবন্ধু' ছবির কাজে ক্যামেরার সামনে যাচ্ছেন কবে?

শুটিং ছিল এপ্রিলে। এই সিনেমার শুটিংয়ে আমার সঙ্গে পাঁচজন শিল্পীর মুম্বাই যাওয়ার কথা ছিল। তার আগে নিয়মমাফিক করোনা টেস্ট করাতে গেলে গত ২ এপ্রিল আমার ফলাফল আসে করোনা পজিটিভ। ফলে আমার জন্য সবার শুটিং বাতিল হয়ে যায়। শুনেছি নতুন করে আবারও শিডিউল হবে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো শিগগিরই শুটিংয়ে যাওয়া হবে। এতে আমি অভিনয় করেছি তাজউদ্দীন আহমদের চরিত্রে।

  • শুটিংয়ে স্বাস্থ্যবিধি কতটুকু মানা সম্ভব?

স্বাস্থ্যবিধি মেনে শুটিং সত্যি কঠিন। মেকআপ নেওয়া থেকে শুরু করে মাস্ক ছাড়া সহকর্মীদের সঙ্গে দূরত্ব রেখে কাজ করাও কঠিন। তারপরও যতটা সম্ভব সতর্ক থেকে কাজের ইচ্ছা রয়েছে।

  • 'অপারেশন সুন্দরবন' ছবিতে কাজের অভিজ্ঞতা ছিল কেমন?

দীপঙ্কর দীপনের 'অপারেশন সুন্দরবন' ছবির মাধ্যমে বেশ বিরতির পর কাজ করেছি। সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে র‌্যাবের বেশকিছু অপারেশনকে কেন্দ্র করেই ছবির গল্প। এখানে আমার চরিত্র একজন র‌্যাব অফিসারের। চরিত্রটি প্রস্তুত করতে র‌্যাবের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি। এমনকি অভিনয় শিল্পীদের ওয়ার্কশপ করতে হয়েছে। এককথায় বলব, সুন্দরবনের শুটিং ছিল রোমাঞ্চকর।

  • এখন ছবিতে খুব কম কাজ করছেন; কারণ কী?

অনেক কারণ আছে, যা অল্প কথায় বলে বোঝানো যাবে না। তাছাড়া এখন যেসব স্ট্ক্রিপ্ট পাই, তার বেশিরভাগ গল্প গৎবাঁধা, চরিত্রও প্রায় একই রকম।  এখন সেসব ছবিতে অভিনয় না করাই ভালো।

  • সিনেমা নির্মাণের কথা বলেছিলেন, প্রস্তুতি কেমন?

নানা ব্যস্ততায় এখনও কাজ শুরু করতে পারিনি। ভালো গল্প খুঁজছি।


আরও পড়ুন

×