ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তৃণমূলের তারকা প্রার্থী সায়নীর হার

তৃণমূলের তারকা প্রার্থী সায়নীর হার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২১ | ০৬:০০ | আপডেট: ০২ মে ২০২১ | ০৬:০৪

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে হেরে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ।

রোববার আনন্দবাজার পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছে।

আসানসোল-দক্ষিণের তৃণমূল প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূল জয়ের দিকে এগোলেও জয় পেলেন না তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন।

রোববার সকালে হলুদ শাড়িতে ভোট গণনাকেন্দ্রের বাইরে হাজির হয়েছিলেন সায়নী। তখন জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন তিনি।

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সায়নী। ভোটের মাঠে সবসময়ই সরব থাকতে দেখা গেছে তাকে। হাসিমুখে ভোট প্রার্থনা করে গিয়েছে দ্বারে দ্বারে। তবে শেষ হাসি আর হাসা হলো না তার।






আরও পড়ুন

×