হায়দরাবাদ পুলিশের প্রশংসায় তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৩
ভারতের তেলেঙ্গানায় এক তরুণী পশুচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার চার ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। হায়দরাবাদ পুলিশের এই সাহসী পদক্ষেপের কথা জানার পরই ভারতজুড়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তবে হায়দরাবাদ পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করতে ভোলেননি বলিউড-টলিউডের তারকারা। অনেকেই তাদের এমন পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন।
নিউজ এইটটিন জানায়, বলিউডের ঋষি কাপুর থেকে শুরু করে টালিউড তারকা দেব, নুসরাত জাহনারা হায়দরাবাদ পুলিশকে প্রশংসায় ভাসিয়েছেন। হায়দরাবাদ পুলিশের প্রশংসা করে এক টুইট বার্তায় টলিউডের সাংসদ-অভিনেতা দেব লিখেছেন, 'হায়দরাবাদ পুলিসের জন্য শুভেচ্ছা রইল। এটার খুব প্রয়োজন ছিল।'
এই পদক্ষেপের প্রশংসা করে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান লিখেছেন, 'শেষপর্যন্ত বিচার হল, আইন-বিচার ব্যবস্থার কাউকে না কাউকে তো বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব নিতেই হবে। সকলে প্রতিবাদে গর্জে উঠেছেন। অপরাধীর বেঁচে থাকার অধিকার নেই।'
বলিউডের ঋষি কাপুর হায়দরাবাদ পুলিশের প্রশংসা করে এক টুইট বার্তায় লিখেছেন, 'ব্র্যাভো তেলেঙ্গানা পুলিশ।আমার পক্ষ থেকে অভিনন্দন'।
এরকম সাহসী পদক্ষেপের জন্য তেলেঙ্গানা পুলিশকে স্যালটু জানিয়েছেন নিধি আগারওয়াল। এ ছাড়া হায়দরাবাদ পুলিশকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের আরও এক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি লিখেছেন, 'অবশেষে তোমার আত্মা শান্তি পাবে।' পাশাপাশি এনকাউন্টারের পর হায়দরাবাদ পুলিশকে নিয়ে সেখানকার বাসিন্দাদের সেলিব্রেশনের একটি ভিডিও শেয়ার করেছেন মিমি।
- বিষয় :
- হায়দরাবাদ পুলিশ
- তেলেঙ্গানা