ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'রিকশা গার্ল' সফল না হলেও আপত্তি নেই: অমিতাভ রেজা

'রিকশা গার্ল'  সফল না হলেও আপত্তি নেই: অমিতাভ রেজা

অমিতাভ রেজা চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২১ | ০০:৪৮ | আপডেট: ০৬ জুন ২০২১ | ০০:৫৩

অমিতাভ রেজা চৌধুরী। চলচ্চিত্র নির্মাতা। সম্প্রতি প্রকাশ হয়েছে তার পরিচালিত দ্বিতীয় ছবি 'রিকশা গার্ল'-এর ট্রেলার। এরই মধ্যে সিনেমাটি দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। এই ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

'রিকশা গার্ল' ছবির ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক দর্শক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এতে আপনি ছবির সাফল্য নিয়ে কতটা আশাবাদী?

কমবেশি সবাই নিজের সৃষ্টি নিয়ে আশাবাদী থাকেন। আমার এই ছবির কলাকুশলীরা সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছেন। 'রিকশা গার্ল'-এর ট্রেলার আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে এখনও ছবির মার্কেটিং করা হয়নি। তার পরও আমার প্রতি ভালোবাসার কারণে পরিচিত ও অপরিচিত অনেকে ভালো বলেছেন।

ছবিটি নিয়ে দর্শকদের কাছে আপনার প্রত্যাশা?

আমার প্রথম ছবি 'আয়নাবাজি'র মতো এই সিনেমা সফল না হলেও আমার আপত্তি নেই। কারণ সুপারহিট বা জনপ্রিয় তকমা বিশ্বাস করি না। আমি একজন নির্মাতা। সিনেমা বানিয়েছি দর্শকদের জন্য। আমি চাই, দর্শকরা ছবিটি দেখুক, ভালো বলুক। আর আমাদের সিনেমায় দর্শক তৈরি হওয়া জরুরি, তা যদি আমার সিনেমা দিয়ে কিছুটা হয়, তাহলেই খুশি।

'রিকশা গার্ল' তো গত বছর মুক্তির কথা ছিল

গত বছর মুক্তির পরিকল্পনা অনুযায়ী ছবির শুটিং ও সব কাজ শেষও করেছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে বদলে যায় পরিকল্পনা। এখন সিনেমাটি বিশ্বের অনেক চলচ্চিত্র উৎসবে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে 'রিকশা গার্ল'। এ ছাড়া এ বছর আরও কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে চলতি বছরের শেষে সিনেমা হলে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। তার পরও দিন-তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না। সব নির্ভর করছে দেশের সার্বিক করোনা পরিস্থিতির ওপর।

দক্ষিণ আফ্রিকার ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে বলুন ...

ডারবান উৎসবের ৪২তম আসর এবার। আগামী ২২ জুলাই থেকে উৎসবটি শুরু হয়ে চলবে ১ আগস্ট পর্যন্ত। ডারবান উৎসবকে বলা হয় সিনেমার বড় বাজার। সিনেমার আন্তর্জাতিক বাজারে আমাদের ঢুকতে পারা গুরুত্বপূর্ণ। এই উৎসবে 'রিকশা গার্ল' প্রদর্শনীর মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। ছবিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ইতিহাস গড়লেন বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তার 'রেহানা মরিয়ম নূর' উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগে জায়গা করে নিয়েছে। এ সাফল্যকে কীভাবে দেখছেন?

খবরটি শোনার পর অনেক আনন্দিত হয়েছি। এটা আমাদের সিনেমার জন্য দারুণ এক অর্জন। এই অর্জন পুরো বাংলাদেশের। এই অর্জনের জন্য সাদ আর তার পুরো টিমের জন্য আমার ভালোবাসা। আবদুল্লাহ মোহাম্মদ সাদ বুঝিয়ে দিয়েছে, কথায় না, কাজে বিশ্বাসী হতে হয়। নিভৃতে কাজ করে যেতে হয়। সাদ নিজেকে এই সময়ের সেরা নির্মাতা হিসেবে প্রমাণ করেছে। চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা 'আঁ সার্তে রিগার্ড' বিভাগে জায়গা করে নিল। উৎসবের নির্বাচিত ছবি হিসেবে 'রেহানা মরিয়ম নুর' এর নাম ঘোষণার পরপরই প্রবীণ থেকে শুরু করে নবীন চলচ্চিত্র নিয়ে যারা কাজ করেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সাদকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। এতেই বোঝা যায় আমাদের দেশের তরুণ নির্মাতারা ভালো করছেন।

আরও পড়ুন

×