'দ্রৌপদী' হয়ে আসছেন রিয়া

রিয়া চক্রবর্তী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২১ | ০১:৪৩ | আপডেট: ১৩ জুন ২০২১ | ০১:৫১
চলতি বছরই তৈরি হতে পারে আধুনিক মহাভারত। ইতিমধ্যে তার তোড়জোড়ও শুরু হয়েছে। আধুনিক এই 'মহাভারত' ছবিতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে চলতি বছরে শ্যুটিংও শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে এই ছবির।
পৌরাণিক কাহিনী‘মহাভারত’ ছবিকে কেন্দ্র করে বলিউডে বেশ আগে থেকেই চর্চা চলছিল। সম্প্রতি এই গুঞ্জন জোরালো হয়েছে। 'মহাভারত' এর অন্যতম বলিষ্ঠ চরিত্র দ্রৌপদীর ভূমিকাতে অভিনয় করবেন রিয়া। ছবিটি বিশাল বাজেট নিয়ে তৈরি হওয়ার কথা রয়েছে।
যদিও নতুন মহাভারতের প্রযোজক অথবা পরিচালকের নাম এখনো প্রকাশ্যে আসেনি।
বলিউডের একটি সূত্রে জানা গেছে, ছবি তৈরি নিয়ে প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে।‘দ্রৌপদী’র চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে রাজী হয়েছেন রিয়া চক্রবর্তী।
গতবছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিযোগের তীর ছুটেছিল রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। নেটদুনিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েন রিয়া। সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের পরিবার। ফলে প্রায় ২৮দিন রিয়া জেলও খেটেছিলেন। সুশান্ত মামলার পাশাপাশি মাদককাণ্ডেও নাম জড়ায় রিয়ার।
অমিতাভ-ইমরান অভিনীত 'চেহরে' ছবির সঙ্গে বলিউডে কামব্যাক করবার কথা রিয়ার। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে গেছে এই ছবির। ছবির ট্রেলারে কয়েক ঝলক দেখা গেছে রিয়াকে।
- বিষয় :
- রিয়া চক্রবর্তী
- বলিউড অভিনেত্রী
- মহাভারত