শাকিবের সিনেমা মুক্তিতে ১৪ মাস পর মধুমিতা হল খুলছে

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২১ | ০৩:৪৩
সিনেমা হল শাকিব খানের নতুন ছবি মুক্তি পায়না প্রায় ১৪ মাস। গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায় শাকিব খানের 'বীর' সিনেমা। রাজধানীর মধুমিতা হলে সর্বশেষ এই ছবিটিই প্রদর্শিত হয়। এরপর টানা ১৪ মাস ধরে বন্ধ রয়েছে সিনেমা হলটি।
এদিকে সিনেমা হলে শাকিব খানের সিনেমা মুক্তি না পেলেও তার নতুন ছবি নবাব এলএলবি মুক্তি পায় ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে। এবার এই সিনেমাটি মুক্তি পাচ্ছে সিনেমা হলেও। ছবিটির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন আগামী ২৫ জুন 'নবাব এলএলবি' দেশের সিনেমা হলে মুক্তি পাবে।
আর এই ছবির মাধ্যমেই প্রায় ১৪ মাস পর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল চালু হচ্ছে বলে জানিয়েছেন হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।
মি. নওশাদ এর আগে জানান, করোনা মহামারিতে কেউ বড় বাজেটের সিনেমা মুক্তি দিতে চায়নি বলেই এই সিনেমাহলটি বন্ধ রাখা হয়েছিলো।
নওশাদ বলেন, ‘প্রায় ১৪ মাস পর আমার সিনেমাহল খুলছে ‘নবাব এলএল.বি’ সিনেমা দিয়ে। আগামী কোরবানি ঈদ পর্যন্ত দেখতে চাই কেমন চলছে। নাহলে আবার বন্ধ করে দেব। ভালো কনটেন্ট ছাড়া ব্যবসা করা সম্ভব না।’
মধুমিতা ছাড়াও বন্ধ থাকা আরও সিনেমা হল খুলছে শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএল.বি’ সিনেমার মাধ্যমে।
পরিচালক অনন্য মামুন বলেন, ‘আগামী ২৫ জুন বন্ধ থাকা মধুমিতা সিনেমা হল ১৪ মাস পর খুলছে ‘নবাব এলএল.বি’ সিনেমার মাধ্যমে। এছাড়া বন্ধ থাকা আরও কিছু সিনেমা হল নতুন করে আবার খুলতে যাচ্ছে। এটা বলতে পারি যে, সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে চলবে এই সিনেমা। সেন্সর বোর্ড নয় মিনিটের মতো দৃশ্য কর্তন করে মুক্তির অনুমতি দিয়েছে।’
‘নবাব এলএল.বি’ সিনেমার শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ মামুন অপু, শাহেদ আলী, সুমন আনোয়ার, সুষমা ও শামীম মৃধা।
সিনেমায় আপত্তিকর সংলাপের কারণে পরিচালক ও একজন অভিনেতা গ্রেপ্তারও হয়েছিলেন।
- বিষয় :
- শাকিব খান
- মধুমিতা সিনেমা হল
- নবাব এলএলবি