ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একদিন হঠাৎ দেখি আমি নেই: স্পর্শিয়া

একদিন হঠাৎ দেখি আমি নেই: স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১ | ০৩:২৮ | আপডেট: ২২ জুন ২০২১ | ০৯:৪০

অজ্ঞাত কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উধাও অভিনেত্রী স্পর্শিয়া। পুরোনো অ্যাকাউন্ট নেই তার। নেই লাখ লাখ ফলোয়ারের ফেসবুক পেজও। অবশ্য সম্প্রতি নতুন একটি অ্যাকাউন্টে আবার দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে, যে অ্যাকাউন্ট আসলে স্পর্শিয়ার কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছেন ভক্তরা।  

বিষয়টি নিয়ে মঙ্গলবার কথা হয় এ অভিনেত্রীর সঙ্গে। স্পর্শিয়া বলেন, 'একদিনে হঠাৎ করে দেখি ফেসবুকে আমি নেই। আমার এক মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজও উধাও। পরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো রেসপন্স পাইনি। বিষয়টি আমাকে খুবই চিন্তায় রেখেছে। অ্যাকাউন্ট ও পেজ এখনও উদ্ধার করতে পারিনি। তাই নতুন আইডি খুলতে হয়েছে আবার।'

অ্যাকাউন্ট ও পেজ ঠিক কি কারণে গায়েব হতে পারে? ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু হয়েছিল কি? জানতে চাইলে স্পর্শিয়া বলেন, 'তেমন কিছু তো হয়নি। আমাকে এ বিষয়ে নোটিশও করা হয়নি। এ বিষয়ে কিছুই বলতে পারছি না আমি।'

এদিকে আগামী ২৫ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্পর্শিয়া অভিনীত 'নবাব এলএলবি' ছবিটি। সিনেমার প্রচারণার বড় মাধ্যম হতে পারতো ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ। কিন্তু হচ্ছে না। তবে নতুন আইডিতে যতটা প্রচারণা চালানো যায় সেটা করছেন বলে জানালেন তিনি।

অনন্য মামুন পরিচালিত 'নবাব এলএলবিতে' 'শুভ্রা' চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। ছবিটির অন্যতম মুখ্য চরিত্র 'শুভ্রা'। ছবির নামভূমিকায় আছেন শাকিব খান। আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও। শাকিব খানের সঙ্গে স্পর্শিয়ার প্রথম কাজ এটি, মাহির সঙ্গেও। 

ছবিটি নিয়ে স্পর্শিয়া বলেন, 'এই ছবির প্রতিটি চরিত্রই অসাধারণ। ছবিটির মাধ্যমে শাকিব খান ও মাহির সঙ্গেও কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। অনলাইনে মুক্তি পেয়েছিলো ছবিটি। তবে এটি হলে মুক্তির পাওয়ার মতো ছবি। এবার ছবিটি হলে মুক্তি পাচ্ছে। আশা করি এবার দর্শকরা নবাব এলএলবি দেখার আসল আনন্দটা পাবেন।'

স্পর্শিয়া অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 'ফিরে দেখা'।  ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ছবি এটি। পরিচালনা করেছেন চিত্রনায়িকা রোজিনা। এতে স্পর্শিয়ার নায়ক হিসেবে রয়েছেন নিরব।

আরও পড়ুন

×