ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'মধুমিতা হল চিরতরে বন্ধ করে দেওয়া হবে'

'মধুমিতা হল চিরতরে বন্ধ করে দেওয়া হবে'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২১ | ০১:১৩ | আপডেট: ২৩ জুন ২০২১ | ০১:৩৯

করোনার কারণে ১৪ মাস ধরে বন্ধ থাকা রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল  আগামী ঈদে খুলতে না পারলে চিরতরে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, 'করোনার কারণে বিগত ১৪ মাস ধরে বন্ধ রেখেছি হলটি। এতে করে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছি। আগামী ঈদে যদি হল খুলতে না পারি তাহলে হলটি আর চালাবো না। চিরতরে মধুমিতা সিনেমা হল বন্ধ করে দেব।'

এর আগে আগামী শুক্রবার হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মি. নওশাদ। সে সময় তিনি জানান, 'করোনা মহামারিতে কেউ বড় বাজেটের সিনেমা মুক্তি দিতে চায়নি বলেই এই সিনেমাহলটি বন্ধ রাখা হয়েছিলো।  আগামী ২৫ জুন নবাব এলএলবি সিনেমা দিয়ে হলটি খুলছি।'

কিন্তু বুধবার নওশাদ জানালেন, হলটি খোলার অনুমতি পাননি তিনি। তাই ১৪ মাস পর হল খোলার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসতে হচ্ছে। পুনঃরায় নোটিশ দিয়ে হল খুলছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।  এতে করে ২৫ জুন থেকে এই প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘নবাব এলএল.বি’ সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না বলেই জানালেন সিনেমা হল মালিক সমিতির (প্রদর্শক সমিতি) সাবেক এ সভাপতি।

নওশাদ বলেন, 'শুক্রবার  মধুমিতা খুলতে চেয়েছিলাম। এ দিন থেকে শাকিব খানের‘নবাব এলএল.বি’ চালাতে চেয়েছিলাম। এস অনুযায়ী ব্যানার-পোস্টার লাগিয়েছিলাম। কিন্তু আজ নোটিশ দিয়ে জানিয়েছি হল খুলছি না।'

জানা গেছ , প্রদর্শক সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়, জন প্রশাসন মন্ত্রণালয় ও কয়েকজন সচিবের কাছে হল খোলার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিলো। কিন্তু কিন্তু করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় আপাতত সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে কিছুদিন আগে চিত্রামহল ও আনন্দ-ছন্দ সিনেমা হলে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে হল খুলে জরিমানা গুণতে পারবেন না বলে মন্তব্য নওশাদের।

আরও পড়ুন

×