ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভক্তদের মনের যত্ন নেওয়ার পরামর্শ দিলেন আমিরকন্যা

ভক্তদের মনের যত্ন নেওয়ার পরামর্শ দিলেন আমিরকন্যা

ইরা খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১ | ০৫:৩৬ | আপডেট: ১৮ জুলাই ২০২১ | ০৫:৪৩

বলিউড তারকা আমির খানের একমাত্র কন্যা ইরা। সব সময় তিনি তার জীবনকে খোলা ডায়েরির মতো প্রকাশ্যে এনেছেন। মানসিক অবসাদ, যৌন হয়রানি, প্রেম, বিরহ, সবকিছুই ইরা সবার সামনে মেলে ধরেছেন। 

মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন কন্যা ইরা খান। ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে একাধিক বার ভক্তদের সাহায্য করেছেন তিনি। একইসঙ্গে নেটাগরিকদেরও নিজেদের মনের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই ইরা আবার সাহায্যের হাত বাড়ালেন সেই সব মানুষের দিকে, যাদের মনের শুশ্রূষার প্রয়োজন।

মানসিক স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘অগৎসু ফাউন্ডেশন’-এর শিরোনামে নতুন পদক্ষেপ নিলেন তিনি।

আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক আত্ম-পরিচর্যা দিবস। নিজের মনের যত্ন নেওয়ার উপলক্ষে পালন করা হয় এই দিনটি। ‘অগৎসু ফাউন্ডেশন’ থেকে ‘পিঙ্কি প্রমিস টু মি’ নামে এক সপ্তাহব্যাপী কার্যকলাপের উদ্যোগ নেওয়া হল। যেখানে উৎসাহীরা নিজেদের মনের যত্ন নেবেন, নিজেদের কাছে নিজেদের জন্য কোনও প্রতিজ্ঞা করবেন। তা ছাড়া নানা ধরনের আলোচনা চলবে সকলের মধ্যে। আর এসব হবে ভার্চুয়ালির মাধ্যমে।

আমির আর তার সাবেক পত্নী রিনার সন্তান ইরা। সূত্র: হিন্দুস্তান টাইমস 


আরও পড়ুন

×