নিলয়-টয়ার সম্পর্কটা মূলত ’ব্লাকমেইলের’

নিলম আলমগীর ও টয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০২:৫৮ | আপডেট: ১৯ জুলাই ২০২১ | ০৩:০১
টয়াকে প্রেমের ফাঁদে ফেলেই ব্ল্যাকমেইল করতে দেখা যাবে অভিনেতা নিলয় আলমগীরকে। তবে এটি বাস্তবে না হলেও এই কোরবানি ঈদে দেখতে পারবেন দর্শকরা। যে নাটকে নিলয় একজন কিলার। পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়ায় তাকে। কিন্তু ধরতে পারেনা। হঠাৎ রাস্তায় টয়ার সাথে পরিচয় হয় নিলয়ের। পরে হয় প্রেম। কিন্তু এটা প্রেম না ছিলো নিলয়ের ফাঁদ। এরপর শুরু হয়ে ব্লেকমেইল।
এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক 'ব্লাকমেইল'। জাকির হোসেন উজ্জ্বলের গল্পে নাটকটি পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির।
নাটকটি প্রসঙ্গে নিলয় বলেন, 'এই ঈদে আমার পছন্দের কাজ এটি। টয়াও খুব ভাল অভিনয় করেছেন। ওর সাথে প্রথম কাজ আমার। এর বেশি আর বলতে পারছি না। আমি করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই আইসোলেশনে রয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
টয়া জানান, 'ব্লাকমেইল নাটকটির গল্পটি অসাধারন। দর্শকরা নতুন কিছু খুঁজে পাবেন এতে।'
নাটকটিতে আরও অভিনয় করেছেন শেখ স্বপ্না, জিসি রাজীব, অনিক প্রমুখ। প্রযোজনা করেছেন ইনফিনিটি মিডিয়া। নাটকটি ঈদের ৪র্থ দিন রাত১১ টা পাঁচ মিনিটে বৈশাখি টিভিতে প্রচার হবে।
- বিষয় :
- নিলয় আলমগীর
- টয়া
- ঈদের নাটক
- বিনোদন