ফেসবুকে পরিচয়, লকডাউনে বিয়ে

নিলয়-হৃদির বিয়ের ছবি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২১ | ০২:৪১ | আপডেট: ১১ আগস্ট ২০২১ | ০৫:৩৪
বিয়ে করলেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। কনে তাসনুভা তাবাসসুম হৃদি, ঢাকা গার্হস্থ অর্থনীতি কলেজের শিক্ষার্থী। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন নিলয় নিজেই।
নিলয় বুধবার বিয়ের বিষয়টি ফেসবুকে হালনাগাদ করলেও বিয়ে সম্পন্ন হয়েছে গত ৭ জুলাই।
নিলয় সমকালকে বলেন, ‘গত ৭ জুলাই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের বয়স এরই মধ্যে মাসখানেক পেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
নিলয়ের স্ত্রী হৃদি পড়াশোনার পাশাপাশি আবৃ্ত্তিশিল্পী। বিয়ে ঘরোয়া আয়োজনে হলেও তাতে দুই পরিবারের সদস্য ছাড়াও শ্যামল মাওলা, মাহা শিকদার, সালহা নাদিয়াসহ কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নিলয়।
একমাস আগে বিয়ে করে ঘোষণা পরে কেনো জানতে চাইলে নিলয় বলেন, মূলত করোনার কারণে জানানো হয়নি। করোনার সংক্রমণ বেড়ে গেছে—এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছি, ফলে কাউকে জানানো হয়নি। তবে আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় আয়োজন করার ইচ্ছে রয়েছে।
নিলয়ের সঙ্গে এর আগে অভিনয়শিল্পী আনিকা কবির শখের বিয়ে হয়। ২০১৬ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন তারা। তাবে তাদের সেই প্রেমের বিয়ে বেশিদিন টেকেনি, বিচ্ছেদ হয়ে যায় আনুষ্ঠানিকভাবে।
- বিষয় :
- নিলয় আলমগীর
- বিনোদন
- অভিনেতা নিলয়
- আনিকা কবির শখ