ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আংটি বদল হয়েছে, আগামী কাল বিয়ে করছি: অপূর্ব

আংটি বদল হয়েছে, আগামী কাল বিয়ে করছি: অপূর্ব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৪১ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৩১

চুপিসারে আবারও বিয়ে করছেন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব- সম্প্রতি এমন খবর গণমাধ্যমে আসার পর যোগাযোগ করা হয় তার সঙ্গে। সমকালকে অপূর্ব বলেন, আমার বেলায় চুপিসারে বিয়ে করা কি সম্ভব? আসলে বিয়েটা ছোটখাটো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হচ্ছে। 

অপূর্ব আরও বলেন, 'বিয়ে করলে সেটা গোপন করবো কেনো? আমার তো আর বউভাত হয়নি। যারা বলছেন বউভাত হয়েছে সেটা ভুল তথ্য। আমরা আংটি পরিয়েছি। সেটা দুই পরিবারের উপস্থিতিতে। পাশাপাশি কাছের কিছু লোকজন ছিলো। আমাদের আংটি বদল হয়েছে। বৃহস্পতিবার ছোট অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের  আয়োজন করবো।'

অপূর্ব যাকে বিয়ে করছেন তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। নাম শাম্মা দেওয়ান। ঢাকার ওল্ড ডিওএইচএসের বাসায় মঙ্গলবার গায়েহলুদ হয় তাদের। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ।

সমকালকে অপূর্ব বলেন, 'আমি আসলে বিয়ের দিন সবাইকে জানাতে চেয়েছি। কারণ সবে তো আংটি বদল। বিয়ের ছবি সবাই প্রকাশ করুক এটাই চেয়েছি। এটাকেই হয়তো গোপন করা ভেবে নিচ্ছেন অনেকে।'

পাত্রী সম্পর্কে অপূর্ব বলেন, 'শাম্মা যুক্তরাষ্ট্রে জন্ম গ্রহণ করেছে। সেখানেই ওর বড় হয়ে উঠা ও পড়াশোনা। পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়া। বিয়ে দুই পরিবারের আলোচনায়  হচ্ছে।'

অদিতি ও অপূর্ব

এর আগে গত বছর নাজিয়া হাসান অদিতির সঙ্গে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুখে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতিও। এ ঘরে তাদের এক সন্তান রয়েছে। 

তারও আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন অপূর্ব। পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

আরও পড়ুন

×