ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আমি ব্যক্তিজীবন নিয়ে তৃপ্ত নই: অপর্ণা ঘোষ

আমি ব্যক্তিজীবন নিয়ে তৃপ্ত নই: অপর্ণা ঘোষ

অপর্ণা ঘোষ

সমু সাহা

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০০:১৮

অপর্ণা ঘোষ। মডেল ও অভিনেত্রী। সম্প্রতি 'অভিমান' শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ব্যস্ত আছেন চলচ্চিত্রে অভিনয় নিয়ে। সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে-

'অভিমান' নাটকের প্রেক্ষাপট কী নিয়ে?

প্রতিটি সম্পর্কেই মান-অভিমান থাকে। কিন্তু কিছু অভিমান মানুষকে দুই দিকে নিয়ে যায়। ভালোবাসার এমনই গল্প নাটকটির প্রেক্ষাপট। এটি নির্মাণ করেছেন সজীব খান। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। শিগগির কোনো বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

ব্যক্তিজীবনে আপনি কি অভিমানী?

একদম না। আমি ভীষণ শান্ত। তবে কখনও কখনও একটু-আধটু অভিমান তো হয়।

'অন্ত্যেষ্টিক্রিয়া' ছবিতে অভিনয় করছেন। কাজ কতদূর এগোল?

এর কিছু অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে নওগাঁয় আবারও শুটিং শুরু হবে। ১৯৭১ সালের প্রেক্ষাপট এ ছবিতে উঠে এসেছে। অনুদানের এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে। ওই সময়কার এক হিন্দু নারীর চরিত্রে অভিনয় করছি। গল্প ও চরিত্র মিলে আমার কাছে ছবিটি অন্য রকমই মনে হয়েছে।

এখন ব্যস্ততা কী নিয়ে?

এই তো আজ রাতেই [গতকাল] 'গণ্ডি' সিনেমার ফটোশুট হবে। সে জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ছবিটি আমার কাছে একেবারেই স্পেশাল।

সেটি কেন?

গল্প আর নির্মাণশৈলীর কারণেই 'গণ্ডি' আমার কাছে একেবারে ভিন্নরকম। এর নির্মাতা আরেফিন ভাইয়ের [ফাখরুল আরেফিন খান] সঙ্গে আগেও 'ভুবনমাঝি' ছবিতে কাজ করেছি। তার নির্মাণে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তা ছাড়া এ ছবিতে কাজ করে ব্যক্তিগতভাবেও বেশ তৃপ্ত।

ছবিটি নিয়ে কেমন আশাবাদী?

এতে একেবারেই অন্যরকম একটি চরিত্রে হাজির হতে যাচ্ছি। তবে এতটুকু বলতে পারি, আমার অভিনীত 'মিলি' চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং, যে কি-না অসম বয়সের বন্ধুত্ব মেনে নিতে পারে না। এর বেশি কিছু বলতে চাই না। বাকিটা চমক হিসেবেই থাক। যথেষ্ট আধুনিক একটি গল্প। বন্ধুত্বের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এককথায় বলতে গেলে বন্ধুত্ব নিয়ে ছবিটি দর্শককে নতুন করে ভাবাবে।

চলতি বছর নিয়ে মূল্যায়ন ও নতুন বছরের প্রত্যাশার কথা জানতে চাই।

এ বছরের পেশাগত জীবন নিয়ে আমি সন্তুষ্ট। সিনেমায় কাজ করেছি, নাটকে অভিনয় করেছি। দর্শকের কাছেও কাজের প্রশংসা পেয়েছি। পাশাপাশি এবার ইংল্যান্ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার স্মৃতি তো এখনও মনে গেঁথেই আছে। তবে ব্যক্তিজীবন নিয়ে তৃপ্ত নই। যা চেয়েছি তা পাইনি। আশা করছি নতুন বছরে অপূর্ণ বিষয়গুলো পূর্ণতা পাবে।

ব্যক্তিজীবনের অপূর্ণ বিষয়গুলো কী?

এখন বলা যাবে না। বিষয়গুলো ব্যক্তিগতই থাক।

আরও পড়ুন

×